আশরাফুল নয়ন:[২] নওগাঁয় ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে খালেদ রানা (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৫টার দিকে শহরের আরজী-নওগাঁ মধ্যপাড়া নিমাই বটতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। খালেদ রানা জেলার আত্রাই থানার ভোঁপাড়া ইউনিয়নের বাঁকা গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
[৩] জানা গেছে, খালেদ রানা পরিবার নিয়ে শহরের আরজী-নওগাঁ মধ্যপাড়া নিমাই বটতলী এলাকায় ভাড়া থাকতেন। তার স্ত্রী সেলাই মেশিনের কাজ করে বাড়তি আয় করতো। গত ১জুন থেকে ১১ বছরের এক মেয়ে শিশু খালেদের স্ত্রীর কাছে সেলাই মেশিনের কাজ শিখতে যায়।
[৪] ১৭ জুন বিকেল ৪টার দিকে ওই শিশু খাদেকের বাড়িতে তার স্ত্রীর কাছে যায়। এসময় তার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে শিশুকে তার শয়ন ঘরে ডেকে নিয়ে শরীরের স্পর্শ কাতর স্থানগুলোতে হাত দিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার দিলে খালেদ ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায়। এরপর শিশুটির তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি অবগত করে।
[৫] নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শিশুটির মা বাদী হয়ে খালেদ রানার বিরুদ্ধে থানায় ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ করে। ঘটনার পর অভিযান চালিয়ে বৃহস্পতিবার তাকে আটক করে মামলা রুজু করা হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন