শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০১:২৬ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২১, ০১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

আনোয়ার হোসেন:[২] গাইবান্ধায় গরুর মাংস খাওয়া কে কেন্দ্র করে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে রোকন সরদার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া জিল্লুর রহমান নামে একজনকে গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে এই ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় আজ শুক্রবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী মাদকাসক্ত যুবকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

[৪] নিহত রোকন সরদার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামের আবদুর রউফ সরদারের ছেলে। তিনি বালুয়া বাজারের সাইকেল পার্টস এর ব্যবসা করতেন।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে বালুয়া বাজারের মাদকাসক্ত যুবক সোহেল মিয়াসহ কয়েকজন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কনক নামে এক ব্যক্তিকে গরুর মাংস খাওয়ানোর চেষ্টা করে। বিষয়টি রামচন্দ্রপুর ইউপি সদস্য আশিকুজ্জামান ও রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলামকে জানানো হয়।

[৫] তারা বৃহস্পতিবার রাত দশটার দিকে সোহেলের সঙ্গে কথা বলতে যান। এ সময় সোহেল ক্ষিপ্ত হয়ে তার কয়েক ভাই মিলে ইউপি সদস্যের ওপর হামলা চালায়। খবর পেয়ে ইউপি সদস্য আশিকুজ্জামানের দুই চাচা জিল্লুর রহমান ও রোকন সরদার এগিয়ে এলে তাদেরও উপর হামলা করে তারা। এতে ঘটনাস্থলে ফল কাটা ছুরির আঘাতে রোকন সরদার মারা যান। গুরুতর আহত জিল্লুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।

[৬] এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী আজ শুক্রবার সকাল আটটার দিকে মাদকাসক্ত যুবক সোহেলের বাড়িতে ভাংচুর শুরু করে। পরে তারা তার বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে এলাকাবাসি ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[৭] আজ সকালে গাইবান্ধা সদর থানার পরিদশক (অপারেশন) রজব আলী জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। সোহেল সহ তার সঙ্গীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়