শিরোনাম
◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে? ◈ পর্তুগালের নতুন আইন, অভিবাসীদের জন্য দুঃসংবাদ  ◈ নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত নয়—গণমাধ্যমকে সতর্ক করলেন ইসি সচিব ◈ ব্রাদার্স ইউ‌নিয়ন‌কে ৫-১ গো‌লে হারা‌লো বসুন্ধরা কিংস  ◈ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীদের বিশ্ববিদ্যালয়গুলোয়  'ক্লাস ও পরীক্ষা বন্ধ'  ◈ একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট: প্রস্তুত ৪২ হাজার ভোটকেন্দ্র, ঝুঁকিপূর্ণ ৮ হাজারের বেশি ◈ কাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স ◈ চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: মির্জা ফখরুল ◈ দুর্যোগ মোকাবিলায় ভলান্টিয়ারদের ভূমিকা শক্তিশালী করতে সরকারের নতুন পরিকল্পনা

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০১:০৮ রাত
আপডেট : ১৮ জুন, ২০২১, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে গৃহবধূ ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে যুবক

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের আলফাডাঙ্গায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি শাহিদ শেখ (৩৫) নামে এক যুবকের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

[৩] আজ বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৭ নং আমলী আদালতের বিচারক তরুণ বাশার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন।

[৪] জানা যায়, গত ১০ মে সন্ধ্যায় উপজেলার টগরবন্দ ইউনিয়নের একটি গ্রামের ২২ বছর বয়সী এক গৃহবধূ বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরার পথে পানাইল উচ্চ বিদ্যালয়ের নিকটস্থ একটি কবরস্থানের পাঁশে ধর্ষণ চেষ্টার শিকার হন। পরবর্তীতে এ ঘটনায় ১৩ মে ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে উপজেলার পানাইল গ্রামের তারিকুল, শাহিদ শেখ ও ইসলাম শেখকে অভিযুক্ত করে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৫।

[৫] এদিকে মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ১নং আসামি তারিকুলকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। বর্তমান তারিকুল কারাগারে রয়েছেন। অপরদিকে মামলার ২নং আসামি শাহিদ শেখ ও ইসলাম শেখ দীর্ঘদিন পলাতক থেকে শাহিদ শেখ আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমান আসামি ইসলাম শেখ পলাতক রয়েছেন।
সম্পাদনা: মারুফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়