শিরোনাম
◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র ◈ সৌদি আরবে বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন রেকর্ড ◈ অধ্যাদেশ জারি: অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি এক কোটি টাকা ◈ এ মাসের মধ্যেই হাদি হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: নৌ উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০১:০৮ রাত
আপডেট : ১৮ জুন, ২০২১, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে গৃহবধূ ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে যুবক

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের আলফাডাঙ্গায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি শাহিদ শেখ (৩৫) নামে এক যুবকের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

[৩] আজ বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৭ নং আমলী আদালতের বিচারক তরুণ বাশার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন।

[৪] জানা যায়, গত ১০ মে সন্ধ্যায় উপজেলার টগরবন্দ ইউনিয়নের একটি গ্রামের ২২ বছর বয়সী এক গৃহবধূ বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরার পথে পানাইল উচ্চ বিদ্যালয়ের নিকটস্থ একটি কবরস্থানের পাঁশে ধর্ষণ চেষ্টার শিকার হন। পরবর্তীতে এ ঘটনায় ১৩ মে ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে উপজেলার পানাইল গ্রামের তারিকুল, শাহিদ শেখ ও ইসলাম শেখকে অভিযুক্ত করে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৫।

[৫] এদিকে মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ১নং আসামি তারিকুলকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। বর্তমান তারিকুল কারাগারে রয়েছেন। অপরদিকে মামলার ২নং আসামি শাহিদ শেখ ও ইসলাম শেখ দীর্ঘদিন পলাতক থেকে শাহিদ শেখ আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমান আসামি ইসলাম শেখ পলাতক রয়েছেন।
সম্পাদনা: মারুফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়