শিরোনাম
◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক ◈ কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতির কয়েকদিনের মাথায় এই অগ্নিকাণ্ড! ◈ তারেক রহমা‌নের ভাবমূর্তি নির্বাচ‌নে ব্যবহার করতে চায় বিএনপি, হাওয়া ভবনের মেমোরি' বড় চ্যালেঞ্জ ◈ বন্ধুদের অসম্মান হওয়ার ভয়ে তিন লাখের ঘড়ি পরেন না ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী ◈ মিরপুরে ২০৭ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০১:০৮ রাত
আপডেট : ১৮ জুন, ২০২১, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে গৃহবধূ ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে যুবক

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের আলফাডাঙ্গায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি শাহিদ শেখ (৩৫) নামে এক যুবকের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

[৩] আজ বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৭ নং আমলী আদালতের বিচারক তরুণ বাশার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন।

[৪] জানা যায়, গত ১০ মে সন্ধ্যায় উপজেলার টগরবন্দ ইউনিয়নের একটি গ্রামের ২২ বছর বয়সী এক গৃহবধূ বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরার পথে পানাইল উচ্চ বিদ্যালয়ের নিকটস্থ একটি কবরস্থানের পাঁশে ধর্ষণ চেষ্টার শিকার হন। পরবর্তীতে এ ঘটনায় ১৩ মে ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে উপজেলার পানাইল গ্রামের তারিকুল, শাহিদ শেখ ও ইসলাম শেখকে অভিযুক্ত করে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৫।

[৫] এদিকে মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ১নং আসামি তারিকুলকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। বর্তমান তারিকুল কারাগারে রয়েছেন। অপরদিকে মামলার ২নং আসামি শাহিদ শেখ ও ইসলাম শেখ দীর্ঘদিন পলাতক থেকে শাহিদ শেখ আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমান আসামি ইসলাম শেখ পলাতক রয়েছেন।
সম্পাদনা: মারুফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়