শিরোনাম
◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও) ◈ শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের ◈ বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০১:৪৪ রাত
আপডেট : ১৭ জুন, ২০২১, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লি এইমসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (১৬ জুন) স্থানীয় সময় রাত ১১.৫৬ মিনিটে এই আগুন লাগার এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বুধবার রাতে নয়াদিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস-এ (এইমস) হঠাৎই আগুন লেগে যায়। প্রতিষ্ঠানটির কনভার্সন বিল্ডিংয়ে নবম তলার ফায়ার অ্যালার্ম বেজে উঠতেই আগুন লাগার এই ঘটনা সামনে আসে। দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া বের হতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।

এইমসের আগুন লাগা ওই ভবনের নবম তলাটি মূলত একটি বহুমুখি গবেষণাগার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এখানে একটি অডিটোরিয়ামও আছে, সেখানে শিক্ষানবিশ চিকিৎসকদের ক্লাস নেওয়া হয়।

আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তাৎক্ষণিকভাবে জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। এছাড়া অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারণা, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ জানতে আনুষ্ঠানিকভাবে তদন্ত করা হবে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়