শিরোনাম
◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক ◈ কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতির কয়েকদিনের মাথায় এই অগ্নিকাণ্ড! ◈ তারেক রহমা‌নের ভাবমূর্তি নির্বাচ‌নে ব্যবহার করতে চায় বিএনপি, হাওয়া ভবনের মেমোরি' বড় চ্যালেঞ্জ ◈ বন্ধুদের অসম্মান হওয়ার ভয়ে তিন লাখের ঘড়ি পরেন না ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী ◈ মিরপুরে ২০৭ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০১:৪৬ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৫:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনিশ্চয়তার পথে বঙ্গভ্যাক্স টিকার অনুমোদন, বানরের ওপর অ্যানিম্যাল ট্রায়াল নিয়ে দ্বিপাক্ষিক জটিলতা

শরীফ শাওন: [২] গ্লোব বায়োটেক লিমিটেডের করোনা ভ্যাকসিন বঙ্গভ্যাক্স এর ক্লিনিক্যাল ট্রায়ালের ইথিক্যাল অনুমোদন চেয়ে ডিসেম্বরের বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে আবেদন করা হলেও এখন পর্যন্ত তা অনুমোদন করা হয়নি। বুধবার বিএমআরসির সভায় বলা হয়, বঙ্গভ্যাক্স নয়, দেশে করোনা টিকা অনুমোদনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৩] বিএমআরসি’র ইথিক্যাল কমিটির প্রধান ড. সাহেলা খাতুন জানান, প্রটোকলে তারা ইদুরের ওপর ট্রায়ালের ডাটা জমা দিলেও বানরের ওপর ট্রায়ালের বিষয়ে কোন ডাটা দেয়নি। যদিও বিএমআরসিকে জানানো হয়, তারা সে ট্রায়াল করছে। আবার সাংবাদিকদের কাছে বলছেন, এ ট্রায়ালের প্রয়োজন নেই। তবে বৈজ্ঞানিক সেই প্রমাণও দেননি। তিনি জানান, বিএমআরসি এবং ইথিক্স এন্ড রিসার্চ কাউন্সিলের নির্ধারিত নীতিমালা মেনে অনুমোদন নিতে হবে। ডকুমেন্ট ছাড়া আমরা অনুমোদন দিতে পারি না।

[৪] গ্লোব বায়োটেক লিমিটেডের ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমরা জানিয়েছি এমআরএনএ ভ্যাকসিনের ক্ষেত্রে বানরের উপর ট্রায়াল বা ডাটার প্রয়োজন নেই। আমেরিকার এমআরএনএ ভ্যাকসিন মডার্না এবং ফাইজার ভ্যাকসনগুলো কিভাবে ড্যাভলপ এবং ক্লিনিকাল ট্রায়াল করেছে এবং কোন পর্যায়ে কোন এনিম্যালে ট্রায়াল করেছে, আমরা তা রেফারেন্সসহ জমা দিয়েছি।

[৫] ড. সাহেলা খাতুন আরও জানান, ডিসেম্বরে তারা প্রোটকল জমা দিলে আমরা সেগুলো যাস্টিফাই করে অনেকগুলো প্রশ্ন করেছিলাম। তারা তার যথাযথ উত্তরসহ নতুন প্রোটকল দেননি। এছাড়াও হাই কমান্ডের সিদ্ধান্তে জানুয়ারিতে টিকা অনুমোদন বন্ধ রাখা হয়।

[৬] ড. মহিউদ্দিন বলেন, তাদের প্রশ্নগুলোর যথাযথ রেফারেন্সসহ যাস্টিফাইডভাবে উত্তর দিয়েছি ১৭ ফেব্রুয়ারি। আমাদের রেসপন্স ঠিক আছে কিনা বা তারা সেটিস্ফাইড কিনা, তাদের প্রতিউত্তর না পেলে আমরা কিভাবে বুঝবো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়