শিরোনাম
◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী 

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০১:৪৬ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৫:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনিশ্চয়তার পথে বঙ্গভ্যাক্স টিকার অনুমোদন, বানরের ওপর অ্যানিম্যাল ট্রায়াল নিয়ে দ্বিপাক্ষিক জটিলতা

শরীফ শাওন: [২] গ্লোব বায়োটেক লিমিটেডের করোনা ভ্যাকসিন বঙ্গভ্যাক্স এর ক্লিনিক্যাল ট্রায়ালের ইথিক্যাল অনুমোদন চেয়ে ডিসেম্বরের বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে আবেদন করা হলেও এখন পর্যন্ত তা অনুমোদন করা হয়নি। বুধবার বিএমআরসির সভায় বলা হয়, বঙ্গভ্যাক্স নয়, দেশে করোনা টিকা অনুমোদনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৩] বিএমআরসি’র ইথিক্যাল কমিটির প্রধান ড. সাহেলা খাতুন জানান, প্রটোকলে তারা ইদুরের ওপর ট্রায়ালের ডাটা জমা দিলেও বানরের ওপর ট্রায়ালের বিষয়ে কোন ডাটা দেয়নি। যদিও বিএমআরসিকে জানানো হয়, তারা সে ট্রায়াল করছে। আবার সাংবাদিকদের কাছে বলছেন, এ ট্রায়ালের প্রয়োজন নেই। তবে বৈজ্ঞানিক সেই প্রমাণও দেননি। তিনি জানান, বিএমআরসি এবং ইথিক্স এন্ড রিসার্চ কাউন্সিলের নির্ধারিত নীতিমালা মেনে অনুমোদন নিতে হবে। ডকুমেন্ট ছাড়া আমরা অনুমোদন দিতে পারি না।

[৪] গ্লোব বায়োটেক লিমিটেডের ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমরা জানিয়েছি এমআরএনএ ভ্যাকসিনের ক্ষেত্রে বানরের উপর ট্রায়াল বা ডাটার প্রয়োজন নেই। আমেরিকার এমআরএনএ ভ্যাকসিন মডার্না এবং ফাইজার ভ্যাকসনগুলো কিভাবে ড্যাভলপ এবং ক্লিনিকাল ট্রায়াল করেছে এবং কোন পর্যায়ে কোন এনিম্যালে ট্রায়াল করেছে, আমরা তা রেফারেন্সসহ জমা দিয়েছি।

[৫] ড. সাহেলা খাতুন আরও জানান, ডিসেম্বরে তারা প্রোটকল জমা দিলে আমরা সেগুলো যাস্টিফাই করে অনেকগুলো প্রশ্ন করেছিলাম। তারা তার যথাযথ উত্তরসহ নতুন প্রোটকল দেননি। এছাড়াও হাই কমান্ডের সিদ্ধান্তে জানুয়ারিতে টিকা অনুমোদন বন্ধ রাখা হয়।

[৬] ড. মহিউদ্দিন বলেন, তাদের প্রশ্নগুলোর যথাযথ রেফারেন্সসহ যাস্টিফাইডভাবে উত্তর দিয়েছি ১৭ ফেব্রুয়ারি। আমাদের রেসপন্স ঠিক আছে কিনা বা তারা সেটিস্ফাইড কিনা, তাদের প্রতিউত্তর না পেলে আমরা কিভাবে বুঝবো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়