শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০১:৪৬ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৫:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনিশ্চয়তার পথে বঙ্গভ্যাক্স টিকার অনুমোদন, বানরের ওপর অ্যানিম্যাল ট্রায়াল নিয়ে দ্বিপাক্ষিক জটিলতা

শরীফ শাওন: [২] গ্লোব বায়োটেক লিমিটেডের করোনা ভ্যাকসিন বঙ্গভ্যাক্স এর ক্লিনিক্যাল ট্রায়ালের ইথিক্যাল অনুমোদন চেয়ে ডিসেম্বরের বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে আবেদন করা হলেও এখন পর্যন্ত তা অনুমোদন করা হয়নি। বুধবার বিএমআরসির সভায় বলা হয়, বঙ্গভ্যাক্স নয়, দেশে করোনা টিকা অনুমোদনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৩] বিএমআরসি’র ইথিক্যাল কমিটির প্রধান ড. সাহেলা খাতুন জানান, প্রটোকলে তারা ইদুরের ওপর ট্রায়ালের ডাটা জমা দিলেও বানরের ওপর ট্রায়ালের বিষয়ে কোন ডাটা দেয়নি। যদিও বিএমআরসিকে জানানো হয়, তারা সে ট্রায়াল করছে। আবার সাংবাদিকদের কাছে বলছেন, এ ট্রায়ালের প্রয়োজন নেই। তবে বৈজ্ঞানিক সেই প্রমাণও দেননি। তিনি জানান, বিএমআরসি এবং ইথিক্স এন্ড রিসার্চ কাউন্সিলের নির্ধারিত নীতিমালা মেনে অনুমোদন নিতে হবে। ডকুমেন্ট ছাড়া আমরা অনুমোদন দিতে পারি না।

[৪] গ্লোব বায়োটেক লিমিটেডের ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমরা জানিয়েছি এমআরএনএ ভ্যাকসিনের ক্ষেত্রে বানরের উপর ট্রায়াল বা ডাটার প্রয়োজন নেই। আমেরিকার এমআরএনএ ভ্যাকসিন মডার্না এবং ফাইজার ভ্যাকসনগুলো কিভাবে ড্যাভলপ এবং ক্লিনিকাল ট্রায়াল করেছে এবং কোন পর্যায়ে কোন এনিম্যালে ট্রায়াল করেছে, আমরা তা রেফারেন্সসহ জমা দিয়েছি।

[৫] ড. সাহেলা খাতুন আরও জানান, ডিসেম্বরে তারা প্রোটকল জমা দিলে আমরা সেগুলো যাস্টিফাই করে অনেকগুলো প্রশ্ন করেছিলাম। তারা তার যথাযথ উত্তরসহ নতুন প্রোটকল দেননি। এছাড়াও হাই কমান্ডের সিদ্ধান্তে জানুয়ারিতে টিকা অনুমোদন বন্ধ রাখা হয়।

[৬] ড. মহিউদ্দিন বলেন, তাদের প্রশ্নগুলোর যথাযথ রেফারেন্সসহ যাস্টিফাইডভাবে উত্তর দিয়েছি ১৭ ফেব্রুয়ারি। আমাদের রেসপন্স ঠিক আছে কিনা বা তারা সেটিস্ফাইড কিনা, তাদের প্রতিউত্তর না পেলে আমরা কিভাবে বুঝবো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়