লিহান লিমা: [২] মঙ্গলবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির সভায় দলের চেয়ারম্যান ও দেশটির নেতা কিম জং উন বলেছেন, এই বছর দেশের অর্থনৈতিক অগ্রগতি হলেও করোনা ভাইরাস মহামারী এবং গত বছরের টাইফুনের কারণে খাদ্য সংকট দেখা দিতে পারে। রয়টার্স
[৩] কিম আরো বলেন, ‘এই বছরের প্রথমার্ধে সামগ্রীক অর্থনৈতিক অবস্থার অগ্রগতি হয়েছে, পূর্ববর্তী বছরের চেয়ে মোট শিল্প উৎপাদন ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে কিছু বাধা-বিপত্তির কারণে অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হচ্ছে। গত বছরের টাইফুনে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার কারণে কৃষি খাতে লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন হয় নি, দেশের খাদ্য পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে।’
[৪] কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানায়, সভায় গত ফেব্রুয়ারির সেশনে গৃহীত পাঁচ বছরের অর্থনৈতিক পরিকল্পনা অর্জন করতে লক্ষ্যমাত্রা ও কার্যপ্রণালি নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় খাদ্য ও ধাতু উৎপাদন বাড়াতে জোর দেয়া হয়েছে এবং করোনা ভাইরাস মহামারী মোকাবেলার করণীয় ঠিক করা হয়েছে।
[৫]উত্তর কোরিয়ার করোনা শনাক্তের কোনো আনুষ্ঠানিক রেকর্ড নেই। তবে মহামারী মোকাবেলায় দেশটি অভ্যন্তরীণ যাতায়াতে নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করেছে। কোভ্যাক্স উদ্যোগের আ্ওতায় দেশটির ২০লাখ টিকা পাওয়ার কথা রয়েছে।