শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০১:৩২ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২১, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাদের মির্জাকে গ্রেপ্তারে দুদিনের সময় বেঁধে দিল উপজেলা আওয়ামী লীগ

নুর উদ্দিন মুরাদ:[২] কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের উপর আব্দুল কাদের মির্জার নেতৃত্বে ও নির্দেশে তার অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলার ঘটনায় আব্দুল কাদের মির্জাসহ তার অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারে দুই দিনের সময় বেঁধে দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।

[৩] অন্যথায় লাগাতার অবরোধ কর্মসূচীর ডাক দিবে বলে হুঁশিয়ার করে দেয়া হয়েছে।মঙ্গলবার(১৫ জুন) দুপুর ১২টায় এক প্রেস রিলিজের মাধ্যমে প্রশাসনকে এ সময় বেঁধে দেয়া হয়েছে।উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান স্বাক্ষরিত ওই প্রেস রিলিজে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ডাকা ৬০ ঘন্টা অবরোধকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রমকারী দলীয় সকল নেতাকর্মীসহ অবরোধ কর্মসূচীকে সমর্থন ও সহযোগীতা করার জন্য সকল শ্রেনী পেশার মানুষকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

[৪] প্রেস রিলিজের মাধ্যমে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলা হয় যে, উপজেলা আওয়ামী লীগের সভাপিতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরী, আওয়ামীলীগ নেতা ফখরুল ইসলাম সবুজ, চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নূরুজ্জামান স্বপন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লিটন, সরকারী মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাসিব আহসান আলাল।

[৫] যুবলীগ নেতা নূরুল আফছার আরমান চৌধুরী, যুবনেতা কামরান পাশা চৌধুরী মনজিল, যুবনেতা এনামুল হক সবুজ, যুবনেতা সোহেল, যুবনেতা মোজাম্মেল হোসেন জুয়েল ও চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের মেম্বার জামাল উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার নাটের গুরু অপরাজনীতির হোতা বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে সংগঠন বিরোধী কর্মকান্ডের দায়ে এবং দলের কেন্দ্রীয় সিনিয়র নেতা থেকে শুরু করে মন্ত্রী, এমপি, জেলা নেতা ও স্থানীয় নেতাদের চরিত্রহরণ করে দলের ভাবমূর্তি ক্ষন্ন করার অপরাধে অনতিবিলম্বে দল থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে। অন্যথায় আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাবেন তারা।

[৬] প্রেস রিলিজে উল্লেখ করা হয় যে, বসুরহাট পৌরসভা একটি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান হওয়া স্বত্ত্বেও আব্দুল কাদের মির্জা আইন অমান্য করে প্রতিষ্ঠানটিকে নিজস্ব সম্পত্তি বানিয়ে পৌরভবনকে সন্ত্রাসীর আস্তানা ও মিনি ক্যান্টনমেন্ট হিসেবে গড়ে তোলা হয়েছে। এ অপরাধে আব্দুল কাদের মির্জাকে মেয়র পদ থেকে অপসারণ করে তাকেসহ পৌরভবনে অবস্থানকারী সকল অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবী করা হয়।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়