শিরোনাম
◈ ৪৪ গোল কর‌লেই হাজারের মাইলফলক, তার প‌রেই মাঠ ছাড়‌বেন রোনালদো  ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আজ জকসু নির্বাচন ◈ খালেদা জিয়ার জীবনাবসান: তিনবারের প্রধানমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের ইতি ◈ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আগামীকাল খালেদা জিয়ার জানাজা: সালাহউদ্দিন আহমেদ ◈ চাপ, ষড়যন্ত্র ও আন্দোলনের মধ্যেও আপসহীন খালেদা জিয়া ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ◈ জরুরি বার্তা পেয়ে ঢাকায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ◈ নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ ◈ নির্বাচনী সমীকরণে সতর্ক বিএনপি, রাখছে বিকল্প প্রার্থী

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৬:৪১ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামগঞ্জে ট্রাক চাপায় এক নারী নিহত

মনির হোসেন : [২] রামগঞ্জে বেপরোয়া গতির ড্রাম ট্রাক চাপায় মায়া বেগম (৫৫) নামের ৫ সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যুর হয়েছে। স্থানীয় জনতা ট্রাকটি আটক করে ভাংচুর চালিয়ে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

[৩] সোমবার সকাল সাড়ে ১০টায় রামগঞ্জ পৌরসভার সীমান্তবর্তি কাওয়ালিডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে।

[৪] নিহত মায়া বেগম রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের নিচহরা গ্রামের আবু ইউছুফ চেয়ারম্যান বাড়ির আবুল হোসেনের স্ত্রী ও ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিঠুর মা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টায় মায়া বেগম কাওয়ালিডাঙ্গা গ্রামের সওদাগর বাড়ি থেকে স্বামীর বাড়ী যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে সিএন্ডবি সড়কের পাশে রিকসার জন্য অপেক্ষা করতে থাকেন।

[৫] রামগঞ্জ থেকে হাজীগঞ্জগামী বালুবাহি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২৮৩৭১) বেপরোয়া গতিতে মায়া বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালক ট্রাক রেখে পালিয়ে যায়। রামগঞ্জ থানা পুলিশ মৃত মায়া বেগমের লাশ উদ্ধার ও ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে থানা নিয়ে আসি এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়