রাকিবুল রিফাত: [২] রবিারর রাতে উত্তর প্রদেশের প্রতাপগড় শহরে দুর্ঘটনায় মারা যান এবিপি আনন্দ ও এবিপি গঙ্গার প্রতিবেদক শোলভ শ্রীভাস্তব। হত্যার একদিন আগে তিনি জানায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস
[৩] কয়েকদিন আগে অবৈধ মাদক ও মদ ব্যবসা নিয়ে প্রতিবেদন করে শোলভ। পরবর্তীতে তাকে হত্যার হুমকি দেয় স্থানীয় মাদক চালানকারীরা। তথ্য প্রদানকারীর মাধ্যমে তার পরিবার ও নিজের জীবনের হুমকির বিষয়ে ও জানতে পারেন বলে জানান শোলভ শ্রীভাস্তব।
[৪] যদিও বিষয়টিকে হত্যা হিসেবে দেখছে না পুলিশ । স্থানীয় পুলিশ জানায় মোটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছে তিনি। সংবাদ সংগ্রহের পর রাত ১১ টায় বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা যান তিনি। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল