শিরোনাম
◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও) ◈ স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৩:০৭ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৩:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে প্রাইভেটকারের ধাক্কায় সেনা সদস্যের মৃত্যু

আফরোজা সরকার: [২] তারাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৫৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যে মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ব্যাটারিচালিত একটি রিকশাভ্যানের ড্রাইভারসহ আহত হয়েছেন আরও ছয়জন। আহত ব্যাক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] সোমবার (১৪ জুন) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কে কৃষি ইনিস্টিটিউটের সামনে নিয়ন্ত্রণহীন একটি প্রাইভেটকার যাত্রীবাহি রিকশাভ্যানটিকে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় সেনা সদস্যসহ আরো ছয়জন আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

[৪] নিহত রফিকুল ইসলাম বাড়ি একই উপজেলার ঘনিরামপুর গ্রামের বাসিন্দা। বেশ কয়েকজন যাত্রী ব্যাটারিচালিত একটি রিকশাভ্যানে করে তারাগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় সৈয়দপুরগামী একটি প্রাইভেটকার পিছন থেকে ধাক্কা দিলে ওই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

[৫] প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১ টায় আনজিরন নেছা কৃষি ইনিস্টিটিউটের সামনে নিয়ন্ত্রণহীন একটি প্রাইভেটকার যাত্রীবাহি রিকশাভ্যানটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার ও রিকশাভ্যানটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। রিকশাভ্যানটি প্রাইভেটকারের নিচে চাপা পড়ায় যাত্রীরা গুরুত্বর আহত হন। এদের মধ্যে ঘটনাস্থলেই সাবেক সেনা সদস্য রফিকুল ইসলামের মৃত্যু হয়।

[৬] দুর্ঘটনায় আহত ব্যাক্তিরা হলেন, তারাগঞ্জে ঝাকুয়াপাড়া গ্রামের দুদু মিয়া, ভ্যানচালক মোখলেছুর রহমান, স্বপন মিয়া, কাজীপাড়া গ্রামের লায়লা বেগমসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের মধ্যে একজনের অবস্থা আসংক্ষাজনক। আহতদের রংপুর মেডিকেল চিকিৎসা চলছে।

[৭] তারাগঞ্জ থানার ওসি ফারুক আহম্মদ বলেন, সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য নিহত হয়েছেন, তবে সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

[৮] তিনি আরো বলেন, কিছুক্ষনের জন্য সড়কে যান চলাচল বন্ধ ছিলো, তবে বর্তমানে চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার ও রিকসাভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউই অভিযোগ করেনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়