হারুন-অর-রশীদ: [২] রোববার (১৩ জুন) ফরিদপুরের ১নং আমলী আদালতে কোর্ট পরিদর্শক মোঃ নুরুল ইসলাম শেখ এর মাধ্যমে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করা হয় ।
[৩] পুলিশ সুপার (এসপি) মো: আলিমুজ্জামানের সরাসরি তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ সেলিম মোল্যা এ অভিযোগপত্র দাখিল করেন।
[৪] সোমবার (১৪ জুন) ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: তরিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
[৫] পুলিশ জানায়, গত শনিবার (১২ জুন) ফরিদপুর শহরের আনন্দ বাজারে একটি চুরির ঘটনা ঘটে। সেখানে জেলার ভাঙ্গার পুকুরিয়া এলাকার সাইফুল ব্যাপারী (৪০) নামের এক চোর একটি মোবাইল ফোন চুরি করে। পরে সেদিন সন্ধ্যায় ফরিদপুরের কোতয়ালী থানায় শফি বয়াতি নামের এক ব্যাক্তি চুরির অভিযোগে একটি এজাহার দায়ের করেন।
[৬] অতপর, ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো: আলিমুজ্জামানের সরাসরি তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ সেলিম মোল্যা ২৪ ঘণ্টার মধ্যে কোর্টে অভিযোগপত্র দাখিল করেন।
[৭] ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: তরিকুল ইসলাম বলেন, সেবা প্রত্যাশীদের কাঙ্খিত সেবা দেওয়ার লক্ষ্যে ২৪ ঘণ্টার মধ্যে এ অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সেবা প্রত্যাশীদের সুবিচার দেওয়ার পথে এটা একটা ভালো উদ্যোগ।
[৮] তিনি বলেন, এর আগে পুলিশ ফরিদপুরের ভাঙ্গা,সদরপুর,চরভদ্রাসন ও আলফাডাঙ্গা থানায়ও এমন উদ্যোগ নিয়েছে।