শিরোনাম
◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০১:৫২ রাত
আপডেট : ১১ জুন, ২০২১, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘স্ট্রিমকার’ অ্যাপের মাধ্যমে ৩০ কোটি টাকা পাচার

অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ স্ট্রিমকারের লাইভে নামিদামি তারকাদের রেখে প্রবাসী যুবক ও তরুণদের ফাঁদে ফেলে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। গত এক বছরে এ চক্র ৩০ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে জানায় সিআইডি। সময় নিউজ

বিফ্রিংয়ে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ-স্ট্রিমকার। এই অ্যাপটি বাংলাদেশে নিষিদ্ধ হলেও ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করে এটি চালাচ্ছে একটি চক্র। চক্রের সদস্যরা হোস্ট আইডি খুলে চ্যাটিংয়ে যুক্ত করে দেশের নামিদামি তারকা ও সুন্দরী তরুণীদের। তারকা আর সুন্দরী তরুণীদের সাথে ভার্চুয়াল আড্ডার এক পর্যায়ে এই অ্যাপ ব্যবহারকারী প্রবাসী যুবক ও উঠতি বয়সীরা বিন্স নামক ডিজিটাল মুদ্রা গিফট করে।

গ্রহীতার কাছে আসলেই বিন্স জেমস নামক আরেক ডিজিটাল মুদ্রায় রূপান্তরিত হয়। চক্রের সদস্যরা স্ট্রিমকারের হোস্ট এজেন্সি খুলে বিন্স ও জেমসের কেনাবেচা নিয়ন্ত্রণ করত। তারা এই বেচাকেনার মাধ্যমে গত এক বছরে প্রায় ৩০ কোটি টাকারও বেশি লেনদেন করেছে। যার অধিকাংশই বিদেশে পাচার হয়েছে বলে ধারণা সিআইডির।

এ ঘটনায় এ চক্রের ২ সদস্য নিধু রাম দাস ও ফরিদ উদ্দিনকে সিলেটের গোয়াইনঘাট থেকে গ্রেপ্তার করেছে সিআইডি।
সিআইডির অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান গণমাধ্যমকে জানান, ফেসবুকের মাধ্যমে স্ট্রিমকারের বিজ্ঞাপন দেওয়া হয়। এরপর সুন্দরী তরুণীদের একটি চাকরির কথা বলা হয়। চাকরির চার ঘণ্টা লাইভ স্ট্রিমিং করলে টাকা পাওয়া যাবে এমনটা তাদের জানানো হয়। এক্ষেত্রে একেকজনকে ১৬ হাজার টাকা থেকে লক্ষাধিক টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।
এদিকে আরেক ব্রিফিংয়ে সিআইডি জানায়, দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকতেন ময়মনসিংহের চান্দাবো গ্রামের আফাজ উদ্দিন শেখ। এই সুযোগে আফাজ উদ্দিন শেখের স্ত্রী আফিয়া আক্তারের সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে তার বড় ভাই রমিজ উদ্দিন শেখের। সম্প্রতি আফাজ উদ্দিন শেখ দেশে আসলে পহেলা জুন গাছ কাটা ও লাকড়ি সংগ্রহকে কেন্দ্র করে বাদানুবাদের একপর্যায়ে বড় ভাই রমিজ উদ্দিন শেখের ধারাল অস্ত্রের আঘাতে মারা যান ছোট আফাজ উদ্দিন শেখ।
সিআইডির আরেক অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বিফ্রিংয়ে বলেন, আফাজ উদ্দিন শেখের সঙ্গে তার আপন বড় ভাই রমিজ উদ্দিন শেখের বিরোধ হয়। জমি ও গাছ বেচা-কেনা নিয়ে তাদের দুজনের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে রমিজ উদ্দিন তার ছোট ভাই আফাজ উদ্দিনকে দা দিয়ে কোপ দেয়। এতে সে গুরুতর আহত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায়।

আফাজ উদ্দিন হত্যার দায়ে বড় ভাই রমিজ উদ্দিন শেখকে হালুয়াঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় সিআইডি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়