শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০১:৫৫ রাত
আপডেট : ১১ জুন, ২০২১, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লুৎফর রহমান হিমেল : ৫০টি মডেল মসজিদ উদ্বোধন হয়েছে, সেগুলোতে ইবাদতের পাশাপাশি জ্ঞানবিজ্ঞানের চর্চা হলে তবেই মঙ্গল হবে

লুৎফর রহমান হিমেল : দেশে দৃষ্টিনন্দন ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করা হয়েছে। দারুণ এক সুখবর। বলা হচ্ছে, এটি বিশ্বরেকর্ডও। ইসলামের অভ্যূদয়ের পর এক সময় গোটা বিশ^ জ্ঞানের আলোয় আলোকিত হয়ে উঠেছিলো। এই জ্ঞানের উৎসে পরিণত হয়েছিলো তখন মসজিদগুলো। মসজিদ তখন শুধু ইবাদতই নয়, জ্ঞানবিজ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। ‘মুজিব বর্ষ’ উপলক্ষে একযোগে সারাদেশে যে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন হয়েছে সেগুলোতে ইবাদতের পাশাপাশি জ্ঞানবিজ্ঞানের চর্চা হলে তবেই মঙ্গল হবে।

পবিত্র কোরআন, হাদিস, ইসলামি গ্রন্থের পাশাপাশি বিজ্ঞানের গ্রন্থগুলো থাকলে ইসলামের উপকার হবে। মানুষের জানার আগ্রহ তৈরি হবে। মুসলমানরা প্রকৃত জ্ঞানী হয়ে উঠবে। যখন তারা জ্ঞানী হবে, তখনই কেবল বহির্বিশ্বের অন্য ধর্মের মানুষদের সাথে প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার আশা করতে পারবে। তরবারি উচিয়ে নারায়ে তকবিরের মাধ্যমে এখন বীরের জাতি হওয়া যায় না। এটা বুঝতে পারছে ফিলিস্তিনিরা, আফগানরা, সিরিয়ান ও তুর্কিরা।

উপরন্তু মসজিদ যেহেতু হলো, অন্য ধর্মের অনুসারীরাও তাদের ধর্মালয় চাওয়ার অধিকার রাখে। ফলে তাদের জন্যও বরাদ্দ দেওয়া হউক। সেসব ধর্মালয়েও জ্ঞান-বিজ্ঞানের বইয়ের লাইব্রেরির ব্যবস্থা রাখা হোক। তাদের সাংস্কৃতিক বিকাশের কেন্দ্র স্থাপন করা হোক।

এসব কর্মকাণ্ডের মূলে যেন থাকে ব্যক্তি মানুষের উন্নয়ন, মানবতার বিকাশ, নৈতিকতার জাগরণ, বৈষয়িক কলা-কৌশল, আবিষ্কার ও প্রয়োগবিদ্যা এবং আধ্যাত্মিকতার বিকাশ। তাহলেই সরকার যে উদ্দেশ্যে এই মহৎ কর্মকাণ্ড করছে, তা সার্থকতা পাবে। সম্পাদক, দ্য রিপোর্ট। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়