রাজু চৌধুরী: [২]সিএমপি'র কর্ণফুলী থানা পুলিশের একটি টিম নৈশ ডিউটি করা কালীন ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন।
[৩]বৃহস্পতিবার (১০ জুন) এসআই সুমন দে সঙ্গীয় ফোর্সসহ কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক মোড়স্থ পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর নৈশ চেকপোস্টে ডিউটি করাকালে কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক মোড় পুলিশ বক্সে সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১১৯২ পিস ইয়াবাসহ সরদার মো. সৈয়দ শাহ(৪৯)নামে একজনকে গ্রেপ্তার করেন।
[৪]তার পিতা: মৃত কর্ণফুলী থানা এলাকায় সরদার এম এ মান্নান সে বরিশালের সিকদার পাড়া এলাকার নবগ্রাম এর বাসিন্দা।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।