সুজন কৈরী: [২] রাজধানীর মোহাম্মদপুরের লতিফ রিয়েল এস্টেট এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে ১টি দেশিয় ওয়ান শুটারগানসহ দুজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাব-২। গ্রেপ্তারকৃতরা হলেন- সজীব আহমেদ সুজন ওরফে ফর্মা সজীব (২৫) ও রফিকুল ইসলাম (৬১)।
[৩] ব্যাটালিয়নটি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানকালে র্যাবের উপস্থিত টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়।
[৪] প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে র্যাব জানতে জানতে পেরেছে, গ্রেপ্তার অস্ত্রধারীরা স্থানীয় ভূমিদস্যুদের পক্ষে অপদখলীয় জমিতে গিয়ে পেশীশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মের সাথে জড়িত। প্রায়শঃই তারা এলাকায় প্রভাব বিস্তারকল্পে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি ক তেন। তারা এবং তাদের সহযোগীরা দিনে ভূমি দখল ও ব্যবসায়ীদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়সহ সন্ধ্যার পর থেকে মাদকব্যবসা, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করছিলেন।
[৫] গ্রেপ্তার সজীবের বিরুদ্ধে শুধুমাত্র মোহাম্মদপুর থানায় অস্ত্র, মাদক ও মারামারি সংক্রান্তে ৮টি মামলার সন্ধান পাওয়া গেছে।