সুজন কৈরী : [২] ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে দালালমুক্ত করতে অভিযান চালিয়েছে র্যাব। অভিযানকালে হাসপাতালের ভেতর ও বাইরে থেকে ২৪ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে অভিযান শুরু করে র্যাব।
[৩] ম্যাজিস্ট্রেট পলাশ কুমার জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে মোট ২৪ জন দালালকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে তাদের কারাদÐ দেওয়া হয়েছে।
[৪] তিনি আরও জানান, দালাল চক্রের সদস্যরা চিকিৎসার নামে টাকাপয়সা নিতো এরপর বিভিন্ন ক্লিনিকে রোগীদের পাঠিয়ে দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করতো।
[৫] ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ড. আশরাফুল আলম বলেন, আমরা নিয়মিত মনিটরিং করছি। এই অভিযানটিও মনিটরিংয়ের একটা অংশ। আমাদের এই মনিটরিং চলমান থাকবে।