শিরোনাম
◈ হাসিনার ফাঁসির রায়: বৈঠক শেষে যে বার্তা দিলো বিএনপি ◈ শেখ হাসিনার রায় নিয়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের প্রতিক্রিয়া ◈ শেরপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি ◈ কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা ◈ পল্লবী‌তে দোকানে ঢুকে থানা যুবদল নেতা কিব‌রিয়া‌কে গুলি করে হত্যা  ◈ যেই দুই উপায়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব, জানালেন তাজুল ইসলাম (ভিডিও) ◈ গোপালগঞ্জে দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা আ. লীগ সভাপতির ◈ হাসিনা রায়ের খুশিতে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ: বাবুগঞ্জে ছাত্রদল নেতার মৃত্যু ◈ হাসিনা রায়ের পর ভাইরাল ভিডিও নিয়ে হুম্মাম: ‘বাবা বলেছিলেন, পুরো দেশেরও একই বিশ্বাস ছিল’ ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরৎ দিবে ভারত? কী আছে চুক্তিতে

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ১২:০১ রাত
আপডেট : ১০ জুন, ২০২১, ১২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রাজধানীতে বাসে প্রকাশ্যে যাত্রীকে ছুরিকাঘাত করে চেইন ছিনতাই

মোস্তাফিজুর: [১] রাজধানীতে বুধবার (৯ জুন) বিকাল পাঁচ টার দিকে মো. আবির (২৮) মিয়াকে ছুরিকাঘাত করে চেইন নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী।

[২]সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, আবির ঢামেকে চিকিৎসাধীন। তার হাতে রক্তাক্ত জখমসহ শরীরের বিভিন্ন স্থানে মারধরের জখম রয়েছে।

[৩]যাত্রী আবির বলেন, তিনি রংধনু গ্রুপে নারায়ণগঞ্জ চাষাড়ায় চাকরি করেন। তার বাসা বনশ্রী এলাকায়। কাজ শেষে বাসায় ফিরার জন্য ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে অসিম পরিবহনের একটি বাসে চড়েন। বাসটিতে ৪/৫ জন লোক ছিল।

[৪]পরে আর যাত্রী না নিয়ে ছেড়ে দেয় বাসটি, সেখান থেকে বাসটি যখন খিলগাঁও নগদার পাড় পৌঁছায়, তখন যাত্রীবেশে বসা লোকগুলোই তাকে ছুরি দেখিয়ে তার কাছে থাকা টাকা পয়সা বের করে দিতে বলেন। তখন তিনি (যাত্রী) বুঝতে পারেন তারা সবাই ছিনতাইকারী।

[৫]তিনি চিৎকার শুরু করলে। তারা তাকে মারধর করেন, জোরপূর্বক পকেটে হাত দেন। তখন দস্তা দোস্তি শুরুহয়। তিনি বলেন, তার চিৎকার শুনে পাশ দিয়ে যাওয়া একটি মোটরসাইকেল ৩ জন বাসটির পিছু নিলে। সেই সুযোগে তিনি জানালা দিয়ে লাফিয়ে বের হয়ে যান। ছিনতাইকারীরা তার গলার থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। পরে সেখান থেকে হাসপাতালে আসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়