শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৩:২০ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৩:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে সেচ্ছাশ্রমে অটো-রিক্সা চালকদের রাস্তা মেরামত

সোহাগ হেসেন:[২] পটুয়াখালীর মির্জাগঞ্জে সেচ্ছাশ্রমে চলাচলে অনুপোযোগি গ্রামের ২শ’ ফুট রাস্তায় ইটের আদলা ও মাটি ফেলে মেরামত করেছেন স্থানীয় অটো-রিক্সা চালকরা। এতে সড়ক দুটিতে চলাচলকারী অটো এবং টমটমের যাত্রী ও চালকসহ স্থানীয়দের ভোগান্তি অনেকটা দূর হয়েছে।

[৩] জানা যায়, মির্জাগঞ্জ ইউনিয়নের ঘটবের আন্দুয়া হতে কলাগাছিয়া বাজারের দক্ষিন পাশ পর্যন্ত ঘূণিঝড় ইয়াসের প্রভাবে খানাখন্দের সৃষ্টি হয়ে পানি জমে থাকে। এতে সড়কটিতে চলাচলকারী অটো এবং রিক্সার মটমের যাত্রীসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। জনসাধারণের ভোগান্তি লাগবে নিজ অর্থায়নে রাস্তাটি মেরামতের উদ্যোগ নেন তারা। গত কয়েক দিন ধরে ইটের আদলা ও মাটি দিয়ে সড়কের বড় বড় খানাখন্দকে ফেলে মেরামত করছেন।

[৪] তাদের একাজে সহযোগিতা করছেন মোঃ বাবু খাঁন , মোঃ নাছিম খাঁন ও আলমগীর হাওলাদারসহ অনেকে। এছাড়াও সেচ্ছাশ্রমে অংশ নেন ৪৫ জন অটো-রিক্সা চালক।গ্রামের বাসিন্দারা ও সড়কের অটো চালকেরা জানান, রাস্থায় বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় তাদের জীবনের ঝুঁকি নিয়ে রিক্সা ও অটো চালাতে হতো। এতে যাত্রীদেরও খুবই কষ্ট হতো। রাস্থায় ইটের আদলা ও মাটি ফেলে দেয়ায় তাদের খুবই উপকার হয়েছে।

[৫] সড়কে চলাচলকারী গ্রামের বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করেন।মির্জাগঞ্জ উপজেলা প্রকৌশলী শেখ আজিম-উর-রশিদ বলেন, রাস্থায় তাদের কাজ করার সুযোগ নেই। কেউ যদি ব্যক্তি উদ্যোগে জনদুর্ভোগ লাগবে কাজ করে থাকে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে বলে তিনি জানিয়েছেন।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়