শিরোনাম
◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল ◈ ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু, কেজিপ্রতি কত ◈ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ (ভিডিও) ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এখন গলার কাটা, সুযোগ নিতে পারে অন্যরা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০২:৩১ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২৬, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির

জাতীয় তিন নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন ও শেরেবাংলা একে ফজলুল হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন দলটির নেতারা।  

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে প্রথমে দোয়েল চত্বর এলাকায় শেরে বাংলা একে ফজলুল হকসহ তিন নেতার কবরে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কাজী নজরুল ইসলাম ও ওসমান হাদির কবরে যান তারা।

সেখানে কবর জিয়ারত ও মোনাজাত শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের কার্যক্রম শুরু করেন দলটির শীর্ষ নেতারা।

কবর জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সারা দেশের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আপনার ১০ দলীয় ঐক্য জোটকে বিজয়ী করুন, ১০ দলীয় ঐক্য জোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টির সারা দেশে যে ৩০ জন প্রার্থী রয়েছে তাদের শাপলা কলি মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান।

তিনি দাবি করেন, সংসদে জাতীয় নাগরিক পার্টি এবং ১০ দলীয় ঐক্য জোট আপনার, সাধারণ মানুষের কথা বলবে, গণঅভ্যুত্থানের কথা বলবে, সংস্কারের কথা বলবে, সার্বভৌমত্বের কথা বলবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার এবং শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি এই নির্বাচনি প্রচারণার অন্যতম এজেন্ডা বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচনের আগেই ওসমান হাদি মামলার চার্জশিট থেকে শুরু করে সব এজেন্ডা যেন সম্পন্ন হয়। আমরা অবশ্যই এই হত্যার সুষ্ঠু বিচার বাংলার মাটিতে আদায় করে ছাড়বো।

এ সময় উপস্থিত ছিলেন– ঢাকা-৮ এর প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

পরে জাতীয় প্রেস ক্লাব অভিমুখে মার্চ ফর জাস্টিস কর্মসূচি শুরু করেছেন তারা। সেখানে বক্তব্য রাখবেন নেতারা।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়