ডেস্ক নিউজ: পৃথিবীতে অনেক সময় এমন অনেক ঘটনা ঘটে, যার ব্যাখা দেওয়া কঠিন। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই খবরও প্রকাশ্যেই চলে আসে। কিছু কিছু ক্ষেত্রে সেই খবর ভাইরাল হতেও সময় নেয় না। সম্প্রতি সামনে এসেছে তেমনই একটি ঘটনা। যেখানে এক যুবক নিজের মাথা একেবারে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে ফেললেন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ইতিমধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো ভাইরাল হয়েছে।
@sheaabutt00 নামে একজন টিকটক ইউজার এমনই এক কাণ্ড ঘটিয়েছেন। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। মানুষ সাধারণত ৯০ ডিগ্রি পর্যন্ত ঘাড় ঘোরাতে পারে। কিন্তু ওই ব্যক্তি নিজের মাথাকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে ফেলেছেন।
অর্থাৎ শরীর সামনের দিকে রেখে মাথা পেছনে নিয়েছেন। ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আবার একজনকে বলতে শোনা যায়, ‘এ মা! আমার এখুনি একটা ড্রিংক দিন কেউ।’ ইতোমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে।
তবে এ বিষয়ে একজন চিকিৎসক বলেন, খুব কম মানুষেরই এই গুণ রয়েছে। হাইপারমোবাইল জয়েন্টস বা কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারের জন্য অনেকেই এই কাজটি করতে পারে। সূত্র: ই্উটিউব, সংবাদ প্রতিদিন