শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৩:০৪ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজার পৌর মেয়রের চেষ্টায় শতভাগ কচুরিপানা পরিষ্কার, জলাবদ্ধতা নিরসনের আশা

স্বপন দেব : [২] মৌলভীবাজার পৌরসভার মেয়রের ঐকান্তিক চেষ্টায় চারদিনে শহরের জলাবদ্ধতার একমাত্র কারণ কোদালীছড়ার প্রায় শতভাগ কচুরিপানা পরিষ্কার করা হয়েছে। এই কাজে মেয়রকে সার্বিক সহায়তা করেছেন পৌরসভার কাউন্সিলরগন।

[৩] গত বৃহস্পতিবার শেষরাতে পৌর এলাকায় অতিবর্ষন হলে শহরের বৃষ্টির পানি নামার ছড়ায় কচুরীপানার স্তুপ থাকায় স্বাভাবিক পানি প্রবাহে বাধাপ্রাপ্ত হয়। ফলে পৌরসভার নিচু এলাকার কিছু ঘরবাড়িতে পানি ওঠে যায়।

[৪] জনদুর্ভোগ লাগব করতে শুক্রবার সকাল থেকে পৌরসভার মেয়র ফজলুর রহমান কচুরীপানা পরিষ্কার করতে পৌর পরিষদ নিয়ে কাজে নেমে পড়েন। প্রতিদিন প্রায় ত্রিশজন শ্রমিক কোদালীছড়ার আজমেরু থেকে অফিসবাজার পর্যন্ত ছড়ার কচুরীপানা পরিষ্কার কাজে অংশ নেয়।

[৫] এসময় মেয়রের সাথে উপস্থিত থেকে তদারকি কাজে সহায়তা করেন পৌরসভার প্যানেল মেয়র নাহিদ হোসেন, জালাল আহমদ, ফয়ছল আহমদ, আসাদ হোসেন মক্কু, সৈয়দ সেলিম হক, সালেহ আহমদ পাপ্পুসহ পৌরসভার সুপারভাইজার আব্দুল মতিন।

[৬] পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান জানান, ছড়ার প্রায় শতভাগ পরিষ্কার হয়ে গেছে।তবে ছড়াটি নিয়মিত তদারকি না করলে আবারও কচুরীপানায় ভরে যেতে পারে। তাই এখন থেকে নিয়মিত দেখভাল করা হবে।

[৭] তিনি জানান, মৌলভীবাজারের সাংসদ নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেনসহ সংশ্লিষ্ট এলাকার ইউপি চেয়ারম্যানসহ সকলের সহযোগিতায় এই কাজ আপাতত কাজটি সম্পন্ন হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়