স্বপন দেব : [২] মৌলভীবাজার পৌরসভার মেয়রের ঐকান্তিক চেষ্টায় চারদিনে শহরের জলাবদ্ধতার একমাত্র কারণ কোদালীছড়ার প্রায় শতভাগ কচুরিপানা পরিষ্কার করা হয়েছে। এই কাজে মেয়রকে সার্বিক সহায়তা করেছেন পৌরসভার কাউন্সিলরগন।
[৩] গত বৃহস্পতিবার শেষরাতে পৌর এলাকায় অতিবর্ষন হলে শহরের বৃষ্টির পানি নামার ছড়ায় কচুরীপানার স্তুপ থাকায় স্বাভাবিক পানি প্রবাহে বাধাপ্রাপ্ত হয়। ফলে পৌরসভার নিচু এলাকার কিছু ঘরবাড়িতে পানি ওঠে যায়।
[৪] জনদুর্ভোগ লাগব করতে শুক্রবার সকাল থেকে পৌরসভার মেয়র ফজলুর রহমান কচুরীপানা পরিষ্কার করতে পৌর পরিষদ নিয়ে কাজে নেমে পড়েন। প্রতিদিন প্রায় ত্রিশজন শ্রমিক কোদালীছড়ার আজমেরু থেকে অফিসবাজার পর্যন্ত ছড়ার কচুরীপানা পরিষ্কার কাজে অংশ নেয়।
[৫] এসময় মেয়রের সাথে উপস্থিত থেকে তদারকি কাজে সহায়তা করেন পৌরসভার প্যানেল মেয়র নাহিদ হোসেন, জালাল আহমদ, ফয়ছল আহমদ, আসাদ হোসেন মক্কু, সৈয়দ সেলিম হক, সালেহ আহমদ পাপ্পুসহ পৌরসভার সুপারভাইজার আব্দুল মতিন।
[৬] পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান জানান, ছড়ার প্রায় শতভাগ পরিষ্কার হয়ে গেছে।তবে ছড়াটি নিয়মিত তদারকি না করলে আবারও কচুরীপানায় ভরে যেতে পারে। তাই এখন থেকে নিয়মিত দেখভাল করা হবে।
[৭] তিনি জানান, মৌলভীবাজারের সাংসদ নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেনসহ সংশ্লিষ্ট এলাকার ইউপি চেয়ারম্যানসহ সকলের সহযোগিতায় এই কাজ আপাতত কাজটি সম্পন্ন হয়েছে। সম্পাদনা: সাদেক আলী