শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ১০:৫৪ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পের নূর এখন অস্ট্রেলিয়ার বডি বিল্ডিং চ্যাম্পিয়ন

ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ায় বডি বিল্ডিং প্রতিযোগিতায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন এক শরণার্থী রোহিঙ্গা। নূর কবির নামে এ তরুণ এবারের আইসিএন ক্লাসিক বিজয়ী। অনেক চড়াই-উৎরাই পেরিয়েই বিশ্ব মঞ্চে এই রোহিঙ্গা। অদম্য মনোবল থাকলে কিছুই যে দমাতে পারে না তার উদাহরণ তিনি। ২০১২ সালে মাত্র ১৬ বছর বয়সে কক্সবাজারের ক্যাম্প থেকে পালিয়ে অস্ট্রেলিয়ায় আশ্রয় নিয়েছিলেন নূর। নূর কবির। অস্ট্রেলিয়া জুড়ে মিয়ানমার ও রোহিঙ্গা কমিউনিটিকে নতুন করে আলোচনায় আনা বডিবিল্ডার। ব্রিসবেন বডিবিল্ডিং প্রতিযোগিতায় প্রথম রোহিঙ্গা হিসেবে আইসিএন ক্লাসিক চ্যাম্পিয়ন। অবশ্য নূরের বিশ্বজয় খুব একটা সহজ ছিলো না।সূত্র : চ্যানেল ২৪ 

জন্ম-বেড়ে ওঠা বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ২০১২ সালে ১৬ বছর বয়সে টানা দুই সপ্তাহ নৌকায় করে সমুদ্র পথে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান নূর। উপকূলে পা ফেলার পরই ঠাঁই হয় কমিউনিটি কারাগারে।

মুক্তির পর সাময়িক থাকার জন্য অস্ট্রেলীয় সরকারের ব্রিজিং ভিসা দেয়া হয় নূরকে। পরে দুই বছর ফর্কলিফ্ট চালকের কাজ করেন। ১৭ সালে ব্রিজেবেনে সাক্ষাৎ হয় স্বেচ্ছাসেবী শরণার্থী বিষয়ক প্রশিক্ষক ফিল নিক্সনের সঙ্গে। এরপরই ঘুরে যায় তার জীবনের গতি।

ফিল নিক্সনই নূরকে অনুপ্রাণিত করেন বডি বিল্ডিংয়ে। ফিটনেস কোচ সিমন স্ট্রোকটনের কাছে প্রশিক্ষণ নিয়েই আইসিএন ক্লাসিকের মঞ্চে রোহিঙ্গা নূর।

নূরের দাবি, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের ঘিঞ্জি পরিবেশ, মাত্র ৫ বর্গমিটারের এক রুমে বাবা-মার সঙ্গে পরিবারের ৭ সদস্যের বসবাস, তীব্র খাদ্য কষ্টই তাকে বড় হওয়ার প্রেরণা জুগিয়েছে।

আসছে সেপ্টেম্বরে বডিবিল্ডিংয়ের জাতীয় প্রতিযোগিতা মঞ্চে ওঠার জন্য নিজেকে প্রস্তুত করছেন রোহিঙ্গা নূর কবির। ভবিষ্যতে কাজ করতে চান শরনার্থীদের নিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়