জন্ম-বেড়ে ওঠা বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ২০১২ সালে ১৬ বছর বয়সে টানা দুই সপ্তাহ নৌকায় করে সমুদ্র পথে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান নূর। উপকূলে পা ফেলার পরই ঠাঁই হয় কমিউনিটি কারাগারে।
মুক্তির পর সাময়িক থাকার জন্য অস্ট্রেলীয় সরকারের ব্রিজিং ভিসা দেয়া হয় নূরকে। পরে দুই বছর ফর্কলিফ্ট চালকের কাজ করেন। ১৭ সালে ব্রিজেবেনে সাক্ষাৎ হয় স্বেচ্ছাসেবী শরণার্থী বিষয়ক প্রশিক্ষক ফিল নিক্সনের সঙ্গে। এরপরই ঘুরে যায় তার জীবনের গতি।
ফিল নিক্সনই নূরকে অনুপ্রাণিত করেন বডি বিল্ডিংয়ে। ফিটনেস কোচ সিমন স্ট্রোকটনের কাছে প্রশিক্ষণ নিয়েই আইসিএন ক্লাসিকের মঞ্চে রোহিঙ্গা নূর।
নূরের দাবি, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের ঘিঞ্জি পরিবেশ, মাত্র ৫ বর্গমিটারের এক রুমে বাবা-মার সঙ্গে পরিবারের ৭ সদস্যের বসবাস, তীব্র খাদ্য কষ্টই তাকে বড় হওয়ার প্রেরণা জুগিয়েছে।
আসছে সেপ্টেম্বরে বডিবিল্ডিংয়ের জাতীয় প্রতিযোগিতা মঞ্চে ওঠার জন্য নিজেকে প্রস্তুত করছেন রোহিঙ্গা নূর কবির। ভবিষ্যতে কাজ করতে চান শরনার্থীদের নিয়ে।