মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩জন, রাজশাহীর ৪জন, পাবনা ১জন। এসময় হাসপাতলে নতুন ভর্তি হয়েছেন ৩৩ জন। এদের মধ্যে রাজশাহীর ১৬জন, চাঁপাইনবাবগঞ্জের ১৪জন, নওগাঁর ১জন, নাটোরের ২জন। এসময় সুস্থ্য হয়েছেন ১৩ জন। হাসপাতালে ২৩২ বেডের বিপরীতে মোট ২৫৭ জন ভর্তি আছেন। আইসিইউতে আছেন ১৮ জন।
রামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, দুটি পিসিআর ল্যাবে ৩৮৫ জনের নমুনা পরীক্ষায় ১৭৯ জনেরর করোনা শনাক্ত হয়। শনাক্ত হার ৪৬ দশমিক ৪৯ শতাংশ।
তিনি আরো জানান, রোগীর সংখ্যা বেড়েই চলছে। আরো বেড বাড়ানোর চেষ্টা চলছে।