শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ০৭:১০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২১, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে দ্রুত বর্ধনশীল জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে ফসল উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই: বিনা’র মহাপরিচালক

আফরোজা সরকার : [২] বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেছেন, দেশে দ্রুত বর্ধনশীল জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে ফসল উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই। উন্নত ও উচ্চফলনশীল জাত নির্বাচনের মাধ্যমে ফসলের নিবিড়তা বাড়িয়ে অধিক পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করতে হবে।

[৩] কৃষকদের জন্য লাভজনক ফসলের জাত ও প্রযুক্তি সম্প্রসারণ করতে হবে। এ জন্য কৃষি বিজ্ঞানী থেকে শুরু করে সকল পর্যায়ের কৃষি কর্মকর্তা-কর্মচারী ও কৃষকদের কাজ করতে হবে।

[৪] রোববার বিকেলে রংপুর নগরীর রাজেন্দ্রপুর পক্ষীফাঁন্দা গ্রামে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও খরা সহিষ্ণু জাত আউশ- ১৯ জাতের সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবসে অনলাইনে যুক্ত হয়ে প্রধানঅতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৫] তিনি আরও বলেন, আমাদের দেশে জমি কমছে, মানুষ বাড়ছে। তাই এক ফসলী জমিকে দুই ফসলী, দুই ফসলী জমিকে তিন ফসলী ও তিন ফসলী জমিকে চার ফসলীতে রুপান্তর করতে হবে। কৃষিকে লাভজনক ব্যবসায় পরিণত করতে হবে। ভূ-গর্ভস্থ পানির স্তর ঠিক রাখতে বোরো ধান চাষাবাদ থেকে সরে এসে অন্য লাভজনক ফসল আবাদ করতে হবে।

[৬] এছাড়া খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য বিনা তেল, ডাল ফসল উৎপাদনের উপর জোর দিয়েছে। রাজেন্দ্রপুর প্রাক্তন ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বীজ প্রত্যয় কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, বিনা’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শহিদুল ইসলাম, ড. মোঃ কামরুজ্জামান, বিনা রংপুর উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকতার্ ডক্টর মোহাম্মদ আলী, বিনা ময়মনসিংহের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সামিউল হক।  সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়