শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২১, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় ত্রাণসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক: খুলনার কয়রা ও দাকোপের উপকূলীয় বিভিন্ন এলাকার ৯০৭ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ কোস্ট গার্ডের ব্যবস্থাপনায় এসব ত্রাণ বিতরণ করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে কোস্ট গার্ড উপকূল বা চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। বর্তমান করোনা ভাইরাসের প্রভাবে এসব এলাকার কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে গেছে। এজন্য তাদের সাহায্যে এগিয়ে এসেছে কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। ইতোমধ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে ও কোস্ট গার্ডের তত্ত্বাবধানে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকার গরিব দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। কোস্ট গার্ডের পশ্চিম জোনের কয়রা স্টেশন খুলনার কয়রা থানার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের গোলখালী, ছোট আন্টিহারা, মাটিয়াভাঙ্গা, জোড়শিং ও পাতাখালী এলাকায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ৬০০ ব্যাগ ত্রাণ সামগ্রী (চাল, ডাল, আটা, ছোলা ও লবন), ১ হাজার ২০০ বোতল পানি, ৭ হাজার প্যাকেট স্যালাইন, ১০ হাজার পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১ হাজার ৭৮০ প্যাকেট বিস্কুট, ১৮৫টি লুঙ্গি ও ২৪০টি গেঞ্জি বিতরণ করেছে।

এছাড়া কোস্ট গার্ডের আউটপোস্ট নলিয়ান খুলনার দাকোপ থানাধীন নলিয়ান, সুতারখালী ও কালাবগী এলাকায় ৩০৭ ব্যাগ ত্রাণ সামগ্রী, ২৫০ বোতল পানি, ৫ হাজার প্যাকেট স্যালাইন, ৫ হাজার পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ৯০০ প্যাকেট বিস্কুট, ১২৩টি লুঙ্গি ও ১৫০টি গেঞ্জি বিতরণ করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়