শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ০৪:৩৯ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২১, ০৪:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছ থেকে এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার প্রক্রিয়ায় উদ্বেগ প্রকাশ ড. এম সাখাওয়াত হোসেনের

সমীরণ রায়: [২] স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পরামর্শ দিয়ে সাবেক নির্বাচন কমিশনার ড. এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশনের কাছ থেকে এনআইডির দায়িত্ব না নিয়ে তারা নিজেরাই নতুন করে অবকাঠামো তৈরি করতে পারে। সেক্ষেত্রে অন্যান্য দেশের উদাহরণ দিয়ে লাভ নেই। অন্যান্য দেশ এটা করেছে বলে আমাদেরও যে করতে হবে বিষয়টি এরকম হওয়া উচিত না। কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে। ইভিএমের মাধ্যমে নির্বাচন করতে হলে এনআইডির দায়িত্ব কমিশনের হাতে থাকা আবশ্যক।

[৩] তিনি বলেন, রোহিঙ্গাদের ভোটার করার ক্ষেত্রে ইসির আগে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা দায়ী থাকার বিষয়টি বিভিন্ন তদন্তে উঠে এসেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন দিতে সহায়তা করেছে। এক্ষেত্রে রাজনৈতিক সরকারের কাছে এনআইডির দায়িত্ব গেলে পরিস্থিতি আরও খারাপ হবে। এজন্য বলবো, নির্বাচন কমিশনের নিজ হাতে গড়ে তোলা এনআইডির দায়িত্ব না নিয়ে আলাদা অবকাঠামো তৈরি করতে পারে।

[৪] রোববার ‘সরকার কর্তৃক জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করার উদ্যোগ ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক ভার্চুয়াল নাগরিক সংলাপ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সংলাপটি আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এতে সভাপতিত্ব করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।

[৫] সুজন বলছে, বাংলাদেশ নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। ভোটার তালিকা প্রণয়ন নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী জাতীয় পরিচয় নিবন্ধনের কাজটিও নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। যেহেতু জাতীয় পরিচয় নিবন্ধন ভোটার তালিকা প্রণয়ন প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটদান জাতীয় পরিচয়ের সঙ্গে সম্পর্কিত, তাই জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রমটি নির্বাচন কমিশনের কাছে থাকা যৌক্তিক ও অত্যাবশ্যক।

[৬] সংলাপে ভার্চুয়ালি যুক্ত হন সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটি এম শামসুলহুদা, সাবেক নির্বাচন কমিশনার ড. হামিদা হোসেন, বিচারপতি এম এ মতিন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়