শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ০১:৩০ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২১, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোয়াইট হাউস ছাড়ার পর দ্বিতীয়বারের মতো জনসমাবেশে ট্রাম্প, ফাউচি ও চীনের তীব্র সমালোচনা

লিহান লিমা: [২] হোয়াইট হাউস ছাড়ার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো জনসম্মুখে ভাষণ দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার দেশটির নর্থ ক্যারোলিনায় এক সমাবেশে তিনি অবৈধ অভিবাসন, বাতিল সংস্কৃতি এবং পুলিশের তহবিল কমানো নিয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করেন। ডেইলি মেইল, রয়টার্স

[৩]মঞ্চে আসার আগে রাজ্যের রিপাবলিকান পার্টির চেয়ারম্যান ট্রাম্পকে ‘আমাদের প্রেসিডেন্ট’ বলে পরিচয় করিয়ে দেন। ট্রাম্প এদিন পুনরায় ২০২০ সালের মার্কিন নির্বাচনে জালিয়াতির দাবী করে বলেন, ‘এটি শতাব্দীর সেরা অপরাধ ছিলো’। ট্রাম্প এই সময় ক্ষমতায় থাকাকালে কংগ্রেসে তার বিরুদ্ধে উত্থাপন করা দুই-দুইবারের অভিশংসন প্রস্তাব ও অর্থনৈতিক কার্যক্রম নিয়ে ফৌজদারী তদন্তের নিন্দা জানিয়ে বলেন, ‘তারা ৫ বছর ধরে ডাইনী খোঁজার চেষ্টা করছে। ২০২৪ সাল পর্যন্ত তারা থামবে না।’

[৪]ট্রাম্প বলেন,‘আমি ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্রকে বিশ্বের সেরা অর্থনীতির দেশে পরিণত করে ইতিহাস গড়েছি, অন্যদিকে বাইডেন প্রশাসন তা ধ্বংস করে দিচ্ছে। ট্রাম্প সতর্ক করে বলেন, খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র মুদ্রাস্ফীতির সম্মুখীন হতে পারে যা সাধারণ আমেরিকানদের জীবনকে দুর্বিসহ করে তুলবে। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয় লাভের ওপর যুক্তরাষ্ট্রের ‘অস্তিত্ব’ নির্ভর করছে। ।

[৫]ট্রাম্প আরো বলেন, ‘বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের ইতিহাসের চরম বামপন্থী প্রশাসন। তারা আমাদের শিশুদের স্কুলে বিষাক্ত বর্ণবাদী তত্ত্ব ও অবৈধ বৈষম্যের তত্ত্ব প্রচার করছে।’

[৬]ট্রাম্প দেশটির মহামারী বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি ফাউসিকে ‘কোভিড জার’ সম্মোধন করে বলেন, ‘যেভাবে তিনি বারবার টিভিতে আসেন তাতে বোঝাই যায় তিনি একজন প্রচারক, ডাক্তার নন। তিনি করোনা নিয়ে সব ইস্যুতেই ভুল ছিলেন, উহানের ল্যাব থেকে করোনা ছড়ানো নিয়েও তিনি ভুল ছিলেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়