শিরোনাম

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৪:৪৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭০ লাখ টাকার ইন্টারন্যাশনাল কলিং কার্ডসহ আটক ৩

সুজন কৈরী: [২] রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে ৭০ লাখ টাকা মূল্যের ইন্টারন্যাশনাল কলিং কার্ডসহ পাচার চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‍্যাব-২। আটকরা হলেন- সাকিল (২৬), নুরুল আলম ওরফে সুমন (৩৩) ও আবুল হোসেন (৩১)।

[৩] শুক্রবার রাতে নিউ মার্কেট থানাধীন চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করে র‍্যাব-২ এর একটি দল।

[৪] ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক জানান, চক্রের কিছু সদস্য প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ ইন্টারন্যাশনাল কলিং কার্ড (স্ক্র্যাচ কার্ড) নিয়ে নিউ মার্কেট থানাধীন মিরপুর রোড দিয়ে গাবতলী হয়ে ভারতে পাচারের উদ্দেশে যাওয়ার তথ্যে র‍্যাব-২ এর একটি দল চেকপোস্ট বসিয়ে ওই তিনজন পাচারকারীকে আটক করে।

[৫] আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ইন্টারন্যাশনাল কলিং কার্ড বিভিন্ন দেশে পাচার করছিলেন। উদ্ধার করা ইন্টারন্যাশনাল কলিং কার্ডের কোনও বৈধ কাগজ দেখাতে পারেননি আটকরা। তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই ও চক্রের পলাতক সদস্যদের আটকের চেষ্টা চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়