শিরোনাম
◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় ◈ আবারও জেন জি’দের বিক্ষোভ, এবার উত্তাল পেরু, পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট হোসে জেরির, জরুরি অবস্থা জারি (ভিডিও) ◈ আসামে সেনা ক্যাম্পে উলফা জঙ্গিদের গুলিবর্ষণ, তিন সেনা সদস্য আহত ◈ জুলাই সনদ স্বাক্ষরের দিনে ‘জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জাজনক’, মন্তব্য জামায়াত আমির শফিকুর রহমানের ◈ আসলে জুলাই যোদ্ধা কারা, গণঅভ্যুত্থানে হতাহতদের নিয়ে কেন বিতর্ক? ◈ ফুটবল নি‌য়ে তৃণমূ‌লে অসাধারণ কা‌জের জন‌্য এএফসির পুরস্কার পেলো বাফুফে ◈ গণতান্ত্রিক অধিকার রক্ষায় জুলাই স্মারক স্বাক্ষরিত হচ্ছে : মির্জা আব্বাস ◈ ‘জুলাই সনদ’ স্বাক্ষরে প্রধান উপদেষ্টা ইউনূস: বাংলাদেশের ঐক্য সারা বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৩:১০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় ভাষাকে ‘কুৎসিত’ বলে সমালোচনার মুখে গুগল!

প্রযুক্তি ডেস্ক: বিশ্বের কুৎসিততম ভাষা কী? প্রশ্নের জবাবে গুগল তুলে আনছে ভারতীয় ‘কন্নড়’ ভাষা। এটি কর্ণাটকের ভাষা। বাংলানিউজ২৪

গুগলের এই উত্তরের জেরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এতে গুগলের বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি, গুগলকে আইনি নোটিশ পাঠানোর হুমকিও দিলেন কর্ণাটকের নেতা-মন্ত্রীরা। বিতর্কের মুখে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছে গুগল।
ঠিক কী ঘটেছিল? বৃহস্পতিবার দেখা যায়, গুগল সার্চ ইঞ্জিনে কুৎসিততম ভাষা লিখলেই ভেসে উঠছে কন্নড় ভাষার নাম। বিষয়টি নজরে আসতেই তীব্র প্রতিবাদ জানান কর্ণাটকের বাসিন্দা থেকে নেতা-মন্ত্রীরা। কর্ণাটক সরকারের পক্ষ থেকে আইনি নোটিস জারির হুমকিও দেওয়া হয়। এরপরই দ্রুত ‘ত্রুটি’ সংশোধন করে ফেলে গুগল।

এ প্রসঙ্গে কর্ণাটকের মন্ত্রী অরবিন্দ লিম্বাভলি জানান, “এরকমভাবে প্রাচীন ভাষার অপমান করার অর্থ কী? আমরা গুগলকে আইনি নোটিশ পাঠাচ্ছি। ”

টুইটারেও সরব হন তিনি। কন্নড় ভাষাভাষী মানুষের কাছে গুগলকে দ্রুত ক্ষমা চাওয়ার পরামর্শ দেন তিনি। কর্ণাটকের মন্ত্রীর কথায়, কন্নড় ভাষার নিজস্ব ঐতিহ্য আছে। আড়াই হাজার বছরের পুরনো এই ভাষার সমৃদ্ধ ইতিহাস রয়েছে। অথচ সেই ভাষাকেই এভাবে অপমান করা হল। কন্নড় ভাষাভাষীদের কাছে গুগল দ্রুত ক্ষমা চাক। আমাদের ঐতিহ্যপূর্ণ ভাষাকে অপমানের করার জন্য গুগলের বিরুদ্ধে আইনি পথে হাঁটব আমরা।

এরপরই দ্রুত বিবৃতি দেয় গুগল। জানায়, সার্চ ইঞ্জিনে সার্চের ফলাফল সবসময় ঠিক দেখায় না। কখনও কখনও বিস্ময়কর ফলাফল দেখানো হয়। এটা প্রযুক্তিগত ত্রুটি। বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। কারো ভাবাবেগে আঘাত করার কোনও উদ্দেশ্য আমাদের ছিল না। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়