শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৯:১৭ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের ফুটবল কোচ জেমি ডে’র চোখে শেষ ২০ মিনিট

স্পোর্টস ডেস্ক : [২] শুরু থেকে আক্রমণাত্মক খেলেছে আফগানিস্তান। প্রবল দৃঢ়তায় ঝড় সামলে গেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরু গোল হজম করলেও হারায়নি মনোবল। শেষ কুড়ি মিনিট দারুণ খেলে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছে দল। কোচ জেমি ডের মতে, শেষ ২০ মিনিট তার দল খেলেছে সেরা ফুটবল।

[৩] ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে বৃহস্পতিবার (৩ জুন) আফগানিস্তানের বিপক্ষে ১-১ ড্র করে বাংলাদেশ। কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ৪৭তম মিনিটে গোল হজমের পর ৮৪তম মিনিটে তপু বর্মনের দৃষ্টিনন্দন গোলে সমতায় ফিরে জেমির দল। শুরু থেকে পাঁচ ফরোয়ার্ড নিয়ে খেলা আফগানিস্তানের আগ্রাসী মনোভাবের প্রসঙ্গ টেনে ম্যাচ শেষে জেমি জানালেন তার তৃপ্তির কথা।

[৪] জানতাম ম্যাচটি খুবই কঠিন হবে। খেলার আগেও এটা বলেছিলাম। আফগানিস্তানের খুবই ভালো কিছু খেলোয়াড় থাকায় ধারণা করেছিলাম, ওরা বল পজিশনে এগিয়ে থাকবে। আমার মনে হয়, প্রথমার্ধে আমরা বেশ ভালো খেলেছি, কিছু সুযোগও পেয়েছি।

[৫] আন্তর্জাতিক ফুটবলে মনোযোগ হারালে যা হয়, দ্বিতীয়ার্ধের শুরুতে তাই হলো, আমরা গোল খেলাম। এরপর আমি মনে করি, শেষ ১৫-২০ মিনিট ম্যাচে আমাদের পারফরম্যান্স ছিল সেরা পর্যায়ের এবং প্রাপ্য গোল পাই। আগামী ৭ জুন ভারতের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৫ জুন শেষ ম্যাচে দলের প্রতিপক্ষ ওমান। আফগানিস্তান ম্যাচের আত্মবিশ্বাস পরের দুই ম্যাচে টেনে নিয়ে যেতে চান জেমি।
পয়েন্ট পেয়ে আমি খুশি এবং এটা নিয়ে আমরা গর্ব করতে পারি। আশা করি, এই আত্মবিশ্বাস আমরা পরের দুই ম্যাচে নিয়ে যেতে পারব।- বিডিনিউজ/ বাফুফে

  • সর্বশেষ
  • জনপ্রিয়