শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৩:২২ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৩:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিষেকের দিনে ইসলামী বিদ্বেষমূলক টুইট বিতর্কে অলিভার রবিনসন

স্পোর্টস ডেস্ক : [২] ক্রিকেটের ঐতিহ্যবাহী সংস্করণ টেস্টে বুধবার ২ জুন অভিষেক হয়েছে ইংলিশ পেসার অলিভার রবিনসনের, একজন ক্রিকেটারের স্বপ্ন পুরণের দিনও বলা যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে দুই উইকেট তুলে নিয়ে হয়েছেন দলের সেরা বোলারও।

[৩] তবে দিনশেষে রবিনসনকে অভিষেক কিংবা পারফর্মেন্স নিয়ে নয়, কথা বলতে হয়েছে ৮/৯ বছর আগে তার করা কিছু টুইট নিয়ে। বর্ণবাদী ও সেক্সিস্ট সব মন্তব্য করায় সে সবের জন্য ক্ষমাও চেয়েছেন অলিভার রবিনসন, দিয়ে হয়েছে আনুষ্ঠানিক ভাবে বিবৃতিও।

[৪] বিতর্কের সৃষ্টি হয় রবিনসনের ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত বেশকিছু টুইট ছড়িয়ে পড়লে, যেগুলোতে সন্ত্রাসবাদের সঙ্গে মুসলিমদের সম্পৃক্ততার ইঙ্গিত, এশিয়ান বংশোদ্ভূত ও নারীদের প্রতি ছিল আপত্তিকর সব মন্তব্য।

[৫] সেই টুইট গুলোর জন্য ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে অলিভার রবিনসন বলেন, এখনও পর্যন্ত ক্যারিয়ারের সবচেয়ে বড় দিনটিতে আমি বিব্রত ৮ বছরের পুরনো বর্ণবাদী ও সেক্সিস্ট টুইটের জন্য, যা আজকে প্রকাশ্যে ছড়িয়ে পড়েছে। আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে, আমি বর্ণবাদী ও সেক্সিস্ট নই।

[৬] তিনি আরও বলেন, নিজের কাজের জন্য আমি ভীষণ ভাবে অনুতপ্ত ও এমন মন্তব্যের জন্য লজ্জিত। আমার সতীর্থরা ও সামগ্রিক ক্রিকেট খেলাটায় যারা আমার মন্তব্যে ব্যথা পেয়েছেন, বিশেষ করে এমন এক দিনে যেদিন আমরা খেলাটায় বৈষ্যম্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছি ও সচেতনতা তৈরি করছি, তাদের সবার কাছে আমি অকপটে ক্ষমা চেয়ে নিচ্ছি।

[৭] উল্লেখ্য, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে দুই দলের ক্রিকেটাররাই যৌন বৈষম্যসহ সব ধরণের বৈষম্যের বিরুদ্ধে বিবৃতি প্রদান করেছিলো। ইংলিশ ক্রিকেটারদের জন্য আলাদা জার্সিও উন্মোচন করা হয়, যে জার্সিতে ছিল বর্ণবাদ, যৌনবৈষম্য বিরোধী বার্তা। - ডেইলি স্পোর্টস বিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়