জবি প্রতিনিধি : [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনসহ ছাত্রদলের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।বৃহস্পতিবার সকালে ধোলাইখাল এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা।
[৩] এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সুজন মোল্লা, মিলাদ ভুঁইয়া, আজিম চৌধুরী, তাহসান রেজা, ফিরোজ রিফাত, কাজী জিয়া উদ্দিন বাসিত, হোসেন আলী, সুমন সরদারসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
[৪] এ বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সুজন মোল্লা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচিত সভাপতির উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি। নতুবা ছাত্রদল এর সমুচিত জবাব দিতে বাধ্য হবে।