স্পোর্টস ডেস্ক: [২] জাতীয় দলে নিজের জায়গা পাকা করাই শুধু নয়, বরং ক্যাপ্টেন্সির ব্যাটনও শক্ত হাতে ধরে নিয়েছেন বাবর আজম। পেশাদার ক্যারিয়ারে জাঁকিয়ে বসার পর এবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন পাক অধিনায়ক। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আগামী বছরই বিয়ে করতে চলেছেন বাবর।
[৩] বর্তমানে পাকিস্তান সুপার লিগে খেলতে আরব আমিরাতে অবস্থান করছেন বাবর। জানা গেছে, বাগদান সম্পন্ন করেই এখানে এসেছেন তিনি। উপযুক্ত পাত্রী খুঁজে পেতে অবশ্য বিশেষ অসুবিধা হয়নি বাবরের। তিনি বিয়ে করতে চলেছেন নিজের চাচার মেয়েকেই। উভয় পরিবারই এই বিয়েতে সম্মত হয়েছে বলে খবর।
[৪] কাকতলীয় বিষয় হল, আগামী বছর বাবরের বিয়ে করতে চলার খবর এমন দিনে সামনে আসে, যার ঠিক আগেই তাঁর সতীর্থ আজহার আলি তাঁকে বিয়ে করার পরামর্শ দেন। সোশ্যাল মিডিয়ায় আজহার আলি অনুরাগীদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। সেখানেই এক অনুরাগী জানতে চান যে, বাবরকে কী তিনি কোনও পরামর্শ দিতে চাইবেন ? জবাবে আহজার ঠিক এটাই বলেছিলেন যে, ‘এবার বিয়ে করে নে।’
[৫] বোঝাই যাচ্ছে, আজহার হয়তো ব্যাপারটি আগে থেকেই জানেন। তাই ভক্তের সঙ্গে এমন মজার ছলে উত্তর দিয়েছেন। কিন্তু বাইরের কেউ আন্দাজও করতে পারেননি, তলে তলে জল এতদূর গড়িয়েছে !- ক্রিকবাজ