শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২১, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভ্যাট ফাঁকির ৪ কো‌টি ৬০ লাখ টাকা জমা দিয়ে‌ছে বৃহৎ পোশাক বিপননকারী প্রতিষ্ঠান লুবনান

সুজন কৈরী: [২] ভ্যাট গোয়েন্দার দায়ের করা মামলায় বৃহৎ পোশাক বিপননকারী লুবনান ৪ কোটি ৬০ লাখ টাকার অপরিশোধিত ভ্যাট জমা দিয়েছে।

[৩] মঙ্গলবার লুবনানের পক্ষ থেকে সরকারি কোষাগারে এই টাকা জমা দিয়ে ট্রেজারি চালানের কপি সংযুক্ত করে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরকে অবহিত করেছে।

[৪] ভ‌্যাট গো‌য়েন্দা এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, একজন গ্রাহকের সুনির্দিষ্ট অভিযোগের ভি‌ত্তি‌তে গত ১১ ফেব্রুয়ারি সংস্থারএকটি গোয়েন্দা দল প্রতিষ্ঠানটির কারখানায় এবং হেডঅফিসে অভিযান চালায়।

[৫] অভিযানকা‌লে প্রতিষ্ঠানের প্রতিনিধির সহযোগিতায় বিভিন্ন কক্ষ তল্লাশি করে ২০১৬ সা‌লের জুলাই থে‌কে গত বছ‌রের জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির মোট ১০৮টি শাখার বাণিজ্যিক দলিলাদি জব্দ করা হয়। এসব কাগজপত্র দীর্ঘ পর্যালোচনা শেষে ৪ কো‌টি ৬০ লাখ ৯ হাজার ৪৪২ টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় লুবনানের বিরুদ্ধে গত সপ্তাহে ভ্যাট আইনে মামলা মামলা দায়ের করে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।

[‌৬] বিজ্ঞ‌প্তি‌তে আরও বলা হয়, প্রতিষ্ঠানটি ইতোমধ্যে তাদের ভুল স্বীকার করে এবং ভ্যাট গোয়েন্দার দাবীনামা মেনে নিয়ে তদন্তে উত্থাপিত ৪কো‌টি ৬০ লাখ ৯ হাজার ৪৪২ টাকা স্বপ্রণোদিত হয়ে জমা দেয়। এই টাকার মধ্যে ৩ কোটি ৪৯ লাখ টাকা ভ্যাট ফাঁকির অংশ এবং সময়মতো তা সরকারি কোষাগারে জমা না করায় মাসিক ২শতাংশ হারে ১ কো‌টি ১১ লাখ টাকা সুদ আরোপ করা হয়েছিল। লুবনান কর্তৃপক্ষ এখন থেকে ভ্যাট আইন পরিপালনে আরও সচেষ্ট হবেন ব‌লে অঙ্গীকার করে‌ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়