শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২১, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভ্যাট ফাঁকির ৪ কো‌টি ৬০ লাখ টাকা জমা দিয়ে‌ছে বৃহৎ পোশাক বিপননকারী প্রতিষ্ঠান লুবনান

সুজন কৈরী: [২] ভ্যাট গোয়েন্দার দায়ের করা মামলায় বৃহৎ পোশাক বিপননকারী লুবনান ৪ কোটি ৬০ লাখ টাকার অপরিশোধিত ভ্যাট জমা দিয়েছে।

[৩] মঙ্গলবার লুবনানের পক্ষ থেকে সরকারি কোষাগারে এই টাকা জমা দিয়ে ট্রেজারি চালানের কপি সংযুক্ত করে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরকে অবহিত করেছে।

[৪] ভ‌্যাট গো‌য়েন্দা এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, একজন গ্রাহকের সুনির্দিষ্ট অভিযোগের ভি‌ত্তি‌তে গত ১১ ফেব্রুয়ারি সংস্থারএকটি গোয়েন্দা দল প্রতিষ্ঠানটির কারখানায় এবং হেডঅফিসে অভিযান চালায়।

[৫] অভিযানকা‌লে প্রতিষ্ঠানের প্রতিনিধির সহযোগিতায় বিভিন্ন কক্ষ তল্লাশি করে ২০১৬ সা‌লের জুলাই থে‌কে গত বছ‌রের জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির মোট ১০৮টি শাখার বাণিজ্যিক দলিলাদি জব্দ করা হয়। এসব কাগজপত্র দীর্ঘ পর্যালোচনা শেষে ৪ কো‌টি ৬০ লাখ ৯ হাজার ৪৪২ টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় লুবনানের বিরুদ্ধে গত সপ্তাহে ভ্যাট আইনে মামলা মামলা দায়ের করে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।

[‌৬] বিজ্ঞ‌প্তি‌তে আরও বলা হয়, প্রতিষ্ঠানটি ইতোমধ্যে তাদের ভুল স্বীকার করে এবং ভ্যাট গোয়েন্দার দাবীনামা মেনে নিয়ে তদন্তে উত্থাপিত ৪কো‌টি ৬০ লাখ ৯ হাজার ৪৪২ টাকা স্বপ্রণোদিত হয়ে জমা দেয়। এই টাকার মধ্যে ৩ কোটি ৪৯ লাখ টাকা ভ্যাট ফাঁকির অংশ এবং সময়মতো তা সরকারি কোষাগারে জমা না করায় মাসিক ২শতাংশ হারে ১ কো‌টি ১১ লাখ টাকা সুদ আরোপ করা হয়েছিল। লুবনান কর্তৃপক্ষ এখন থেকে ভ্যাট আইন পরিপালনে আরও সচেষ্ট হবেন ব‌লে অঙ্গীকার করে‌ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়