শাহজালাল ভূঞা:[২] ফেনীর সোনাগাজীতে ভূমি বিরোধের জেরে বেলায়েত হোসেন নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার সকালে উপজেলার চরদরবেশ ইউনিয়নের উত্তর চরদরবেশ গ্রামের হাদা ব্যাপারীর দোকান এলকায় এ ঘটনা ঘটে। হামলায় নিহতের ভাই নুর নবী মাসুদও গুরতর আহত হয়েছে। তারা ওই গ্রামের নুর ইসলামের ছেলে।
[৩] নিহতের ভাই ননা মিয়া বলেন, ফজরের নামাজের পর আমার দুই ভাই মহিষের দুধ সংগ্রহ করতে বাড়ি থেকে চরাঞ্চলে যাওয়ার পথে আগে থেকে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আবুল হাসেমের নেতৃত্বে হাসেম ও তার সহযোগী সন্ত্রাসীরা আমার দুই ভাইকে রাম দা দিয়ে উপর্যপুরি কুপিয়ে গুরতর জখম করে। তাদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
[৪] পরে দ্রুত তাদের দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য উভয়কে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে বেলায়েত হোসেন মারা যায়। আহত মাসুদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
[৫] এদিকে বেলাল নিহত ও মাসুদ আহত হওয়ার খবর জানাজানি হলে উত্তেজিত এলাকাকাসী অভিযুক্ত আবুল হাসেমের বাড়ি ঘেরাও করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে আবুল হাসেম(৪১),আব্দুস শুক্কুর (৭০), শেখ বাহার (২৪), শেখ ফরিদ (২৬), আনোয়ার হোসেন মিন্টু (২২), আবদুল মালেক (৭২) নিজাম উদ্দিন ওরফে জামাই নিজামকে (৩০) আটক করে। এসময় কয়েকটি দেশীয় অস্ত্রও উদ্ধার করে পুলিশ।
[৬] এলাকাবাসী জানায় গত ৭ মাস আগে ওই এলাকার ননা মিয়া ও শুক্কুরের মধ্যে ভূমি বিরোধের জেরে সংঘর্ষ হলে ননা মিয়াসহ ৫/৬ জন আহত হয়। এ নিয়ে থানায় পাল্টাপাল্টি মামলাও হয়।
[৭] সোনাগাজী মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, এঘটনায় নিহতের ভাই ননা মিয়া বাদী হয়ে ১০ জন এজাহার নামীয়সহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এজাহার নামীয় সাত আসামি গ্রেফতার কার হয়েছে। এদের প্রত্যেকেকে আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড আবেদন করবে পুলিশ।