শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৮:৩৯ রাত
আপডেট : ৩০ মে, ২০২১, ০৮:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাফ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ স্থগিত

নিজস্ব প্রতিবেদক: [২] করোনার প্রভাব ভালোই পড়েছে দক্ষিণ এশিয়ার ফুটবলে। আসন্ন জুলাইয়ে হওয়ার কথা ছিল সাফ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের নারী ফুটবলাররা সেই টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছিল। অতি সম্প্রতি সাফ জুলাইয়ে নারী ফুটবলের এই প্রতিযোগিতা স্থগিত করেছে।

[৩] সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, আমরা জুলাইয়ের টুর্নামেন্ট আপাতত স্থগিত করেছি। টুর্নামেন্ট বাতিল হয়নি। সুবিধাজনক সময়ে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করব। করোনা পরিস্থিতি মুলত টুর্নামেন্ট স্থগিতের কারণ, ফ্লাইট জটিলতা, কোয়ারেন্টাইন আরও অনেক বিষয় জড়িত টুর্নামেন্টের সঙ্গে। এজন্য অনেকটা আগেই টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট ফেডারেশনকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

[৪] বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন সাফের টুর্নামেন্ট স্থগিত হওয়ার ব্যাপারে বলেন, সাফ থেকে আমাদের জানানো হয়েছে টুর্নামেন্ট স্থগিত। আমরা অনুশীলনের মধ্যেই ছিলাম। স্থগিত হওয়ায় অন্য দেশগুলোর যে অবস্থা হবে আমাদেরও তাই হবে।

[৫] নারী লিগ চললেও বাফুফে অনুর্ধ্ব-১৬ ও অনুর্ধ্ব-১৯ ফুটবলারদের ক্যাম্পে রাখছে। ৩০ জন ফুটবলারকে অনুশীলন করান গোলাম রব্বানী ছোটন। অনুর্ধ্ব-১৯ স্থগিত হলেও অনুর্ধ্ব-১৬ নিয়ে এখনো সিদ্ধান্তে আসেনি দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ২৭ আগস্ট থেকে বাংলাদেশে হওয়ার কথা সাফ অনুর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ।

[৬] দক্ষিণ এশিয়ার চলমান করোনা পরিস্থিতির অবনতি শঙ্কার মুখে ঠেলেছে সেই টুর্নামেন্টেও। স্থগিতের ঘোষণা না হওয়া পর্যন্ত অনুশীলন চালিয়ে যাবে বাংলাদেশ, আমরা অনুশীলন অব্যাহত রাখব বলেন কোচ ছোটন। সাফ নারী অনুর্ধ্ব-১৬ নিয়ে কয়েক সপ্তাহের মধ্যে সিদ্ধান্তে জানাবে সাফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়