শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৮:৩৯ রাত
আপডেট : ৩০ মে, ২০২১, ০৮:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাফ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ স্থগিত

নিজস্ব প্রতিবেদক: [২] করোনার প্রভাব ভালোই পড়েছে দক্ষিণ এশিয়ার ফুটবলে। আসন্ন জুলাইয়ে হওয়ার কথা ছিল সাফ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের নারী ফুটবলাররা সেই টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছিল। অতি সম্প্রতি সাফ জুলাইয়ে নারী ফুটবলের এই প্রতিযোগিতা স্থগিত করেছে।

[৩] সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, আমরা জুলাইয়ের টুর্নামেন্ট আপাতত স্থগিত করেছি। টুর্নামেন্ট বাতিল হয়নি। সুবিধাজনক সময়ে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করব। করোনা পরিস্থিতি মুলত টুর্নামেন্ট স্থগিতের কারণ, ফ্লাইট জটিলতা, কোয়ারেন্টাইন আরও অনেক বিষয় জড়িত টুর্নামেন্টের সঙ্গে। এজন্য অনেকটা আগেই টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট ফেডারেশনকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

[৪] বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন সাফের টুর্নামেন্ট স্থগিত হওয়ার ব্যাপারে বলেন, সাফ থেকে আমাদের জানানো হয়েছে টুর্নামেন্ট স্থগিত। আমরা অনুশীলনের মধ্যেই ছিলাম। স্থগিত হওয়ায় অন্য দেশগুলোর যে অবস্থা হবে আমাদেরও তাই হবে।

[৫] নারী লিগ চললেও বাফুফে অনুর্ধ্ব-১৬ ও অনুর্ধ্ব-১৯ ফুটবলারদের ক্যাম্পে রাখছে। ৩০ জন ফুটবলারকে অনুশীলন করান গোলাম রব্বানী ছোটন। অনুর্ধ্ব-১৯ স্থগিত হলেও অনুর্ধ্ব-১৬ নিয়ে এখনো সিদ্ধান্তে আসেনি দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ২৭ আগস্ট থেকে বাংলাদেশে হওয়ার কথা সাফ অনুর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ।

[৬] দক্ষিণ এশিয়ার চলমান করোনা পরিস্থিতির অবনতি শঙ্কার মুখে ঠেলেছে সেই টুর্নামেন্টেও। স্থগিতের ঘোষণা না হওয়া পর্যন্ত অনুশীলন চালিয়ে যাবে বাংলাদেশ, আমরা অনুশীলন অব্যাহত রাখব বলেন কোচ ছোটন। সাফ নারী অনুর্ধ্ব-১৬ নিয়ে কয়েক সপ্তাহের মধ্যে সিদ্ধান্তে জানাবে সাফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়