শিরোনাম
◈ ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, বৃহস্পতিবার যাবেন রাজশাহীতে ◈ চানখারপুলে ৬ হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৮ জনের রায় আজ ◈ গাবতলীতে চালু হচ্ছে দেশের সর্ববৃহৎ স্থায়ী পাইকারি ফুলের বাজার ◈ নারায়ণগঞ্জে মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণের অঙ্গীকার তারেক রহমানের ◈ গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন! ◈ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি ◈ প্যারোল কী, কারা পান এবং কীভাবে—বাংলাদেশের আইন কী বলে ◈ ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না: ইসির পরিপত্র জারি ◈ ক্ষমতায় গিয়ে কথা না রাখলে জবাব দিতে হবে: তারেক রহমান ◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৪:৩১ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক: [২] টানা নবমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন। রোববার ৩০ মে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই স্পন্সরশিপের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

[৩] এর ফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে এবারের ঢাকা লিগের নামকরণ হয়েছে ‘বঙ্গবন্ধু ডিপিএল টি-টোয়েন্টি স্পন্সর্ড বাই ওয়ালটন।’

[৪] সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, সোমবার থেকে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। গত বছর করোনার কারণে এক রাউন্ডের পর লিগ স্থগিত হয়েছিল। এবার সেই লিগটি আবার শুরু হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে এবার আমরা টি-টোয়েন্টি ফরম্যাটে লিগ আয়োজন করছি।

[৫] তিনি আরও বলেন, বরাবরের মতো এবারও আমরা লিগের স্পন্সর হিসেবে ওয়ালটনকে পেয়েছি। ওয়ালটন আমাদের গত আট বছর স্পন্সর করেছে। শুধু ঢাকা লিগ-ই নয় জাতীয় ক্রিকেট লিগের স্পন্সরও ওয়ালটন। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে তারা বিসিবিকে অবিশ্বাস্যভাবে সহযোগিতা করে আসছে। শুধু ক্রিকেট নয়, তারা দেশের অন্যান্য ক্রীড়াক্ষেত্রেও সহযোগিতা করে আসছে।

[৬] বিসিবির পরিচালক জালাল ইউনুস বলেছেন, ওয়ালটন গ্রুপকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। কোভিড পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠান স্পন্সর করতে চায় না। সেখানে এ বিপদের মধ্যেও কিন্তু ওয়ালটন আমাদের ছেড়ে যায়নি।

[৭] ঢাকা লিগে স্পন্সরশিপ বাদেও টুর্নামেন্টের মান বাড়াতে ম্যাচ অফিসিয়ালকে (আম্পায়ার, রেফারি) ক্লথ দিয়েছে ওয়ালটন। পাশাপাশি প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে আকর্ষণীয় ট্রফি এবং টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেবে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়