শিরোনাম
◈ বাংলাদেশ নারী দলের ক্যাম্পে সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী  ◈ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিস্তর অভিযোগ ◈ ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব: পাকিস্তানে হাই অ্যালার্ট জারি ◈ ৬ মাসে ২ বিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধ করলো বাংলাদেশ ◈ আগে ঘুস ছিল ১ লাখ, এখন লাগে ১০ লাখ: আজম জে চৌধুরী ◈ পদত্যাগ করলেও মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছাড়েনি আসিফ ও মাহফুজ ◈ ডিম হামলা, হাতাহাতি, ভাঙচুর; ভোটের মাঠে কথার লড়াই কি সংঘাতে গড়াচ্ছে? ◈ স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো: সাদ্দাম (ভিডিও) ◈ চাঁদে আঘাত হানতে পারে বিশাল গ্রহাণু, হতে পারে ভয়াবহ উল্কাবৃষ্টি ◈ তারেক রহমানের পাশে বসা ভাইরাল ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৪:৩১ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক: [২] টানা নবমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন। রোববার ৩০ মে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই স্পন্সরশিপের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

[৩] এর ফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে এবারের ঢাকা লিগের নামকরণ হয়েছে ‘বঙ্গবন্ধু ডিপিএল টি-টোয়েন্টি স্পন্সর্ড বাই ওয়ালটন।’

[৪] সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, সোমবার থেকে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। গত বছর করোনার কারণে এক রাউন্ডের পর লিগ স্থগিত হয়েছিল। এবার সেই লিগটি আবার শুরু হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে এবার আমরা টি-টোয়েন্টি ফরম্যাটে লিগ আয়োজন করছি।

[৫] তিনি আরও বলেন, বরাবরের মতো এবারও আমরা লিগের স্পন্সর হিসেবে ওয়ালটনকে পেয়েছি। ওয়ালটন আমাদের গত আট বছর স্পন্সর করেছে। শুধু ঢাকা লিগ-ই নয় জাতীয় ক্রিকেট লিগের স্পন্সরও ওয়ালটন। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে তারা বিসিবিকে অবিশ্বাস্যভাবে সহযোগিতা করে আসছে। শুধু ক্রিকেট নয়, তারা দেশের অন্যান্য ক্রীড়াক্ষেত্রেও সহযোগিতা করে আসছে।

[৬] বিসিবির পরিচালক জালাল ইউনুস বলেছেন, ওয়ালটন গ্রুপকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। কোভিড পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠান স্পন্সর করতে চায় না। সেখানে এ বিপদের মধ্যেও কিন্তু ওয়ালটন আমাদের ছেড়ে যায়নি।

[৭] ঢাকা লিগে স্পন্সরশিপ বাদেও টুর্নামেন্টের মান বাড়াতে ম্যাচ অফিসিয়ালকে (আম্পায়ার, রেফারি) ক্লথ দিয়েছে ওয়ালটন। পাশাপাশি প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে আকর্ষণীয় ট্রফি এবং টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেবে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়