শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৪:৩১ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক: [২] টানা নবমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন। রোববার ৩০ মে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই স্পন্সরশিপের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

[৩] এর ফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে এবারের ঢাকা লিগের নামকরণ হয়েছে ‘বঙ্গবন্ধু ডিপিএল টি-টোয়েন্টি স্পন্সর্ড বাই ওয়ালটন।’

[৪] সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, সোমবার থেকে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। গত বছর করোনার কারণে এক রাউন্ডের পর লিগ স্থগিত হয়েছিল। এবার সেই লিগটি আবার শুরু হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে এবার আমরা টি-টোয়েন্টি ফরম্যাটে লিগ আয়োজন করছি।

[৫] তিনি আরও বলেন, বরাবরের মতো এবারও আমরা লিগের স্পন্সর হিসেবে ওয়ালটনকে পেয়েছি। ওয়ালটন আমাদের গত আট বছর স্পন্সর করেছে। শুধু ঢাকা লিগ-ই নয় জাতীয় ক্রিকেট লিগের স্পন্সরও ওয়ালটন। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে তারা বিসিবিকে অবিশ্বাস্যভাবে সহযোগিতা করে আসছে। শুধু ক্রিকেট নয়, তারা দেশের অন্যান্য ক্রীড়াক্ষেত্রেও সহযোগিতা করে আসছে।

[৬] বিসিবির পরিচালক জালাল ইউনুস বলেছেন, ওয়ালটন গ্রুপকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। কোভিড পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠান স্পন্সর করতে চায় না। সেখানে এ বিপদের মধ্যেও কিন্তু ওয়ালটন আমাদের ছেড়ে যায়নি।

[৭] ঢাকা লিগে স্পন্সরশিপ বাদেও টুর্নামেন্টের মান বাড়াতে ম্যাচ অফিসিয়ালকে (আম্পায়ার, রেফারি) ক্লথ দিয়েছে ওয়ালটন। পাশাপাশি প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে আকর্ষণীয় ট্রফি এবং টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেবে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়