শিরোনাম
◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় ◈ আবারও জেন জি’দের বিক্ষোভ, এবার উত্তাল পেরু, পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট হোসে জেরির, জরুরি অবস্থা জারি (ভিডিও) ◈ আসামে সেনা ক্যাম্পে উলফা জঙ্গিদের গুলিবর্ষণ, তিন সেনা সদস্য আহত ◈ জুলাই সনদ স্বাক্ষরের দিনে ‘জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জাজনক’, মন্তব্য জামায়াত আমির শফিকুর রহমানের ◈ আসলে জুলাই যোদ্ধা কারা, গণঅভ্যুত্থানে হতাহতদের নিয়ে কেন বিতর্ক? ◈ ফুটবল নি‌য়ে তৃণমূ‌লে অসাধারণ কা‌জের জন‌্য এএফসির পুরস্কার পেলো বাফুফে

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০১:২৫ রাত
আপডেট : ২৮ মে, ২০২১, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেন পাস শিক্ষামন্ত্রী ভর্তি হন কলেজে, করেন চাষাবাদও

আন্তর্জাতিক ডেস্ক : পড়াশোনা করতে ভালবাসে এমন মানুষের সংখ্যা এখন খুবই কম। তবে কেউ কেউ আছেন, যারা সত্যি সত্যি পড়াশোনা করতে ভালবাসেন। আজীবন পড়াশোনার মধ্যেই থাকতে চান তরা।

বলা হয় যে, শেখার কোনো বয়স নেই। ঠিক এই কথাটার ওপর ভর করে আবারও পড়াশোনা শুরু করলেন ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী জগরনাথ মাহাতো।

শুনলে হয়তো অবাক হবেন যে, ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা ক্লাস টেন পাস। ঠিকই শুনেছেন, শিক্ষাগত যোগ্যতা এত কম থাকা সত্ত্বেও তিনি রাজ্যটির শিক্ষামন্ত্রী। দশম শ্রেণী পর্যন্ত পড়ার পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি।

তবে লেখাপড়া করার যে কোনো নির্দিষ্ট বয়স নেই- সেটা আরও একবার প্রমাণ করলেন তিনি। ভর্তি হলেন নিজের বিধানসভা দুমরির অন্তর্গত একটি সরকারি ইন্টার-কলেজে। ভর্তি হয়েই জগরনাথের বক্তব্য, শিক্ষার জন্য কোনও নির্দিষ্ট বয়স নেই।

জানা গেছে, শিক্ষামন্ত্রী ভর্তি হয়েছেন বোকারো জেলার নবডিহর দেবী মাহতো স্মারক ইন্টার কলেজে। কেন তিনি নতুন করে আবার পড়াশোনা চালু করলেন- এই প্রশ্নের উত্তরে জগরনাথ জানান, আমি যেদিন শিক্ষামন্ত্রীর পদে শপথ নিই সেদিন অনেকেই বলেছিলেন, একজন ক্লাস ১০ পাশ মানুষ আর রাজ্যের শিক্ষার অগ্রগতি নিয়ে কী কাজ করবেন।

তিনি বলেন, সেই সমস্ত মানুষদেরকেই এটা আমার জবাব। আমি আমার লেখাপড়া এবার অবশ্যই শেষ করব। মানুষের সেবা, চাষাবাদের পাশাপাশি আমি নিয়মিত ক্লাসও করব।

তিনি আরও বলেন, লেখাপড়া শেখার জন্য কোনও বয়স হয় না। আমি বাকিদেরও এভাবে পড়াশোনা আবার নতুন করে শুরু করতে ও তা চালিয়ে নিয়ে যেতে উদ্বুদ্ধ করব।

রাজ্যের শিক্ষামন্ত্রীর এমন পদক্ষেপে রাজ্যবাসীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন, করছেন শুভকামনাও। সূত্র : ইন্ডিয়া টুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়