মাহিন সরকার: [২] দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের সাথে ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠেছে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশের মিশনে নামছে টাইগাররা। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১টায় মিরপুর শেরে ই বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি হচ্ছে তামিম বাহিনী।
[৩] সিরিজের প্রথম দুই ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ। তবে দুশ্চিন্তায় ফেলছে জুনিয়র ব্যাটসম্যানরা। দলের দারুণ জয়ের কৃতিত্ব যাচ্ছে সিনিয়রদের দখলে। বল হাতে অবশ্য মেহেদী মিরাজ, সাইফউদ্দিনরা ঝলক দেখিয়েছে। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছে লিটন, মিথুন, মোসাদ্দেকরা।
[৪] যেকারণে সিরিজ জিতলেও তৃপ্তির ঢেঁকুর তুলতে পারছেনা বাংলাদেশ। নিজেদের সেরা একাদশ খুঁজে নিতে তৃতীয় ওয়ানডের একাদশেও আসতে পারে পরিবর্তন। যেহেতু শেষ ওয়ানডের দলে নেওয়া হয়েছে নাইম শেখকে সেহেতু ধারণা করা হচ্ছে তামিমের সাথে ওপেনিং করতে দেখা যেতে পারে তাকে। সেক্ষেত্রে লিটন বাদ পড়বেন না কি মোসাদ্দেকের জায়গায় পাঁচে খেলবেন সেটি বলা মুশকিল। তবে বাদ পড়ান সম্ভাবনাই বেশি।
[৫] এছাড়া দ্বিতীয় ম্যাচে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন সাইফউদ্দিন। তার পরিবর্তে বোলিং করেন তাসকিন আহমেদ। শেষ ম্যাচেও সাইফউদ্দিনের পরিবর্তে মাঠে নামতে পারেন তাসকিন।
[৬] অন্যদিকে, লঙ্কা শিবিরও ইতোমধ্যেই দুই ম্যাচ হেরে দেশে সমালোচিত হচ্ছে। তাই অন্তত একটা ম্যাচে জয় নিয়ে দেশে ফিরতে চাইবে তারা। এছাড়া এ আইসিসির ওয়ানডে সুপার লিগ শুরু হওয়ার পর প্রতিটা ম্যাচই হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। এখন আর নিয়ম রক্ষার ম্যাচ বলে কোনো ম্যাচ নেই। তাই এ ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট আদায় করতে চাইবে দুই দলই।
[৭] বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক/লিটন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।