সুজন কৈরী: নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৮৯০ পিস বিদেশী সিগারেটসহ একজন কালোবাজারীকে আটক করেছে র্যাব-১০। আটককৃতের নাম- আব্দুল হাই (৪৫)।
বুধবার রাতে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন কুরিপাড়া চৌরাস্তা নতুন বাজার সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক রা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, উদ্ধার সিগারেটগুলোর বাজারমূল্য ১ লাখ ৩১ হাজার ৪৩০টাকা। আটক ব্যক্তি পেশাদার সিগারেট কালোবাজারী চক্রের সদস্য। তিনি বেশ কিছুদিন ধরে অবৈধভাবে দেশী-বিদেশী বিভিন্ন ব্রান্ডের সিগারেট কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে মজুদ ও বিক্রি করছিলেন।
এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।