খাজা নিজাম উদ্দিন: গত ১২ বছরের সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলোÑ টিকার ফাঁদে পড়ে গেছে। টিকা আসার আপাতত যে কোনো সম্ভাবনা নেই, তা পরিষ্কার। কমপক্ষে ২/৩ মাস বা তারও বেশি সময় লাগতে পারে। অথচ টিকার সবচেয়ে বেশি দরকার ছিলো এখন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যেভাবে বিভিন্ন দেশের কাছে হাত পাততেছেন টিকার জন্য, খুব খারাপ লাগতেছে। তবে তিনি চেষ্টা করছেন। এ কাজের আসল মন্ত্রী-আমলারা কি করছেন জানি না।
ঢাকায় যে ২৫ লাখ লোক টিকার ডাবল ডোজ নিতে পারছে তারা খুব ভাগ্যবান। গত ১২ বছরে আমি সরকারের এতো বড় ফাঁদে পড়া দেখিনি। বিরোধী দল সরকারকে কতোবার বিপদে ফেলতে চেয়েছে, পারেনি। তবে টিকা কিন্তু ফাঁদে ফেলে দিয়েছে। এখন টিকা নিয়ে আমেরিকা, চায়না, যুক্তরাষ্ট্র, কানাডা আমাদের সঙ্গে নানা খেলা খেলবে। টিকা পেতে হলে আবার বিশেষ কিছু দিতে না হয়। ফেসবুক থেকে