সুস্থির সরকার: [২] সুমেশ্বরী নদীতে নিখোঁজের প্রায় সাত ঘন্টা পর এক বালু শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বালু শ্রমিক আব্দুল হাকিম (২২) উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ধানশিরা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
[৩] বুধবার (২৬ মে) বেলা আড়াইটার দিকে নদী থেকে লাশ উদ্ধার করা হয়। এর আগে সকাল ৭টার দিকে নদীর তিন নম্বর বালু মহালে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কাজে ডুব দিলে তিনি নিখোঁজ হন।
[৪ ]স্থানীয়রা জানান, বালু তোলার সময় ড্রেজারের পাইপ কিছুসময় পর পর নদীর তলদেশের জায়গা পরিবর্তন করতে হয়। এই কাজের জন্য হাকিম পানিতে ডুব দেন। পরে পানির নিচ থেকে তিনি আর ফিরেননি।এ অবস্থায় সেখানে থাকা অন্য শ্রমিকেরা তাকে উদ্ধারে চেষ্টা চালান।
[৫] দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের সাথে নিয়ে নিখোঁজকে উদ্ধারে তৎপরতা চালানো হয়। এক পর্যায়ে ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে যোগ দেয় উদ্ধার তৎপরতায়। পরে বেলা আড়াইটার দিকে তিন নম্বর বালু মহাল ঘাট থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।
[৬] ওসি আরো জানান, আবেদনের প্রেক্ষিতে আব্দুল হাকিমের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।