ইমরুল শাহেদ: মিউজিক ভিডিওর মডেল হিসেবে পরিচিত শাকিলা পারভীন চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘কলিজাতে দাগ লেগেছে’ দিয়ে। কিন্তু একটি ছবি করার পরই তিনি শাপলা মিডিয়া থেকে বাদ পড়ে যান। এর পর তাকে সোলায়মান আলী লেবু তাকে নিয়েছিলেন ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিতে। শুটিংয়ের আগে তিনি কাজ করবেন না বলে জানিয়ে দেন। সেখানে এখন কাজ করছেন শ্রাবনী সিনহা। ছবিটি নিয়ে শ্রাবনী সিনহা জানান, চরিত্রটি শুনে তার ভালো লেগেছে। তাই তিনি করছেন। এখন তার দু’টি ধারাবাহিক নাটক দুটি চ্যানেলে প্রচারিত হচ্ছে। তিনি নিয়মিতই চলচ্চিত্রে অভিনয় করবেন। প্রশ্ন হচ্ছে, শাকিলা পারভীন কেন ছবিটি করলেন না? এর জবাব দেননি তিনি।
তবে তিনি বলেছেন, ‘আমি এখন লেখাপড়া নিয়ে ব্যস্ত আছি। লেখাপড়া শেষ হলে বিদেশ চলে যাব। এজন্য ক্যারিয়ার নিয়ে তেমন একটা ভাবছি না। কাজ পেলে করব। না পেলে করব না। করতেই হবে এমন কোনো কথা নেই।’ শাকিলা পারভীন যে ভাষায় কথা বলছেন, সে ভাষায় অতীতেও অনেকে অনেক কথা বলেছেন। তারা আজ চলচ্চিত্রে নেই। কেউ কেউ এ ধরনের কথা বলে আর ক্যারিয়ারও তৈরি করতে পারেননি। অতীতে দেখা গেছে, যখন কোনো নায়িকাকে নানা কারণে কাজে নেওয়া হয় না, তখন তারা মুখ রক্ষার জন্য বলতে শুরু করেন তিনি গড়পড়তা কাজ করেন না।
বেছে বেছে কাজ করেন বলে তার হাতে কাজ কম। এভাবে কাজ কম বলতে বলতে এক সময় দৃশ্যপটের আড়ালে চলে যান। এ কথা শুধু চলচ্চিত্রের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। নাটকের ক্ষেত্রেও এমন চিত্র স্পষ্ট। আসলে শিল্পচর্চার ক্ষেত্রটা হলো সাধনার। এখানে নিজেকে জাহির বা অহংকার করার কোনো স্থান নেই। মডেল ও টিভি অভিনেত্রী তানিয়া আহমেদ বলেছেন, জনপ্রিয়তা এবং ভিন্ন মাত্রার কাজ করা এক নয়। একজন শিল্পী জনপ্রিয় - এ কথা দিয়ে কখনোই তিনি যে সৃজনশীল মানুষ সেটা প্রমাণিত হয় না। পপ কালচারের অবদান অনেকেই আছেন। কিন্তু সমাজের উপরিকাঠামোতে স্থায়ী আসন করে নিতে হলে অবশ্যই একজনকে সৃজনশীলতার ক্ষেত্রে অবদান রাখতে হবে। শিল্পচর্চার ক্ষেত্রে এটাই হলো চূড়ান্ত কথা।