সুমাইয়া ঐশী: [২] শনিবার এ সংক্রান্ত মামলার শুনানির পর রোববার এ সিদ্ধন্ত দেন আদালত। এর আগে খাল কর্তৃপক্ষ বেআইনিভাবে জাহাজটিতে আটকে রেখেছে বলে দাবি করে মালিকপক্ষ। সেই মামলার শুনানিতেই এই সিদ্ধান্ত জানালেন আদালত।
[৩] গত ২৩ মার্চ বিশ্বের সবচেয়ে বড় কনটেইনার জাহাজের একটি, এভার গিভেন আটকে যায় সুয়েজ খালে। ছয়দিন আটকে থাকার পর তা উদ্ধার করা হলেও জাহাজ কর্তৃপক্ষের কাছে ৯১৬.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় সুয়েজ খাল কর্তৃপক্ষ। শনিবার ছিলো এসংক্রান্ত মামলার শুনানি। সেখানে জাহাজ কর্তৃপক্ষ উল্টে দোষারোপ করে খাল কর্তৃপক্ষকেই। ইয়ন
[৪] শুনানিতে এভার গিভেনের মালিক পক্ষের হয়ে লড়েছেন আইনজীবী আহমেদ আবু আলী। তিনি বলেন, কনটেইনার জাহাজটির কোনও ক্রুটি পাওয়া যায়নি। অন্যদিকে খারাপ আবহাওয়ার মধ্যে এত বড় একটি জাহাজকে সুয়েজ খালে প্রবেশের অনুমতি দিয়েছে খাল কর্তৃপক্ষ। এটি তাদের ভুল সিদ্ধান্ত ছিলো।
এসময় আদালতে তিনি একটি রেকর্ডিং পেশ করেন। সেখানে দেখা দেখা যায়, জাহাজটিকে খালে ঢুকতে দেওয়া হবে কিনা এনিয়ে সুয়েজ খাল কর্তৃপক্ষের পাইলট ও নিয়ন্ত্রণ কেন্দ্রের সংশ্লিষ্টদের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছিলো। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল