শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বস্তুনিষ্ট ও ইতিবাচক সাংবাদিকতায় বিশ্বাস করে আশুগঞ্জ প্রেসক্লাব ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোলাম সারোয়ার:[২] উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

[৩] গত রোববার (২৩ মে) সন্ধ্যায় আশুগঞ্জ প্রেসক্লাবের নাছির আহমেদ সম্মেলন কক্ষে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন সংবাদকর্মীরা। এসময় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের প্রকোপের কারনে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়।

[৪] আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ক্লাবের সাবেক সভাপতি ও আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. আক্তারুজ্জামান রঞ্জন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবু আব্দুল্লাহ।

[৫] এসময় আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক সুমন, অর্থ সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক, সদস্য আনোয়ার হোসেন, সহযোগী সদস্য গোলাম সারোয়ার, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সহ সভাপতি বাবুল শিকদার, সাংগঠনিক সম্পাদক তসলিম আহমেদ, একাত্তর টেলিভিশনের ভৈরব প্রতিনিধি ফজলুর রহমান বাবু,আজকের পত্রিকার আশুগঞ্জ প্রতিনিধি মো. নিয়ামুল হক উপস্থিত ছিলেন।

[৬] এসময় বক্তারা বলেন, ১৯৯৫ সালে যাত্রা শুরু করে প্রেসক্লাবটি ২৬ বছর পার করেছে। বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতায় বিশ্বাস করে আশুগঞ্জ প্রেসক্লাবের সংবাদকর্মীরা। মানুষের কল্যানে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়