শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বস্তুনিষ্ট ও ইতিবাচক সাংবাদিকতায় বিশ্বাস করে আশুগঞ্জ প্রেসক্লাব ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোলাম সারোয়ার:[২] উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

[৩] গত রোববার (২৩ মে) সন্ধ্যায় আশুগঞ্জ প্রেসক্লাবের নাছির আহমেদ সম্মেলন কক্ষে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন সংবাদকর্মীরা। এসময় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের প্রকোপের কারনে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়।

[৪] আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ক্লাবের সাবেক সভাপতি ও আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. আক্তারুজ্জামান রঞ্জন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবু আব্দুল্লাহ।

[৫] এসময় আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক সুমন, অর্থ সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক, সদস্য আনোয়ার হোসেন, সহযোগী সদস্য গোলাম সারোয়ার, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সহ সভাপতি বাবুল শিকদার, সাংগঠনিক সম্পাদক তসলিম আহমেদ, একাত্তর টেলিভিশনের ভৈরব প্রতিনিধি ফজলুর রহমান বাবু,আজকের পত্রিকার আশুগঞ্জ প্রতিনিধি মো. নিয়ামুল হক উপস্থিত ছিলেন।

[৬] এসময় বক্তারা বলেন, ১৯৯৫ সালে যাত্রা শুরু করে প্রেসক্লাবটি ২৬ বছর পার করেছে। বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতায় বিশ্বাস করে আশুগঞ্জ প্রেসক্লাবের সংবাদকর্মীরা। মানুষের কল্যানে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়