শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বস্তুনিষ্ট ও ইতিবাচক সাংবাদিকতায় বিশ্বাস করে আশুগঞ্জ প্রেসক্লাব ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোলাম সারোয়ার:[২] উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

[৩] গত রোববার (২৩ মে) সন্ধ্যায় আশুগঞ্জ প্রেসক্লাবের নাছির আহমেদ সম্মেলন কক্ষে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন সংবাদকর্মীরা। এসময় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের প্রকোপের কারনে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়।

[৪] আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ক্লাবের সাবেক সভাপতি ও আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. আক্তারুজ্জামান রঞ্জন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবু আব্দুল্লাহ।

[৫] এসময় আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক সুমন, অর্থ সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক, সদস্য আনোয়ার হোসেন, সহযোগী সদস্য গোলাম সারোয়ার, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সহ সভাপতি বাবুল শিকদার, সাংগঠনিক সম্পাদক তসলিম আহমেদ, একাত্তর টেলিভিশনের ভৈরব প্রতিনিধি ফজলুর রহমান বাবু,আজকের পত্রিকার আশুগঞ্জ প্রতিনিধি মো. নিয়ামুল হক উপস্থিত ছিলেন।

[৬] এসময় বক্তারা বলেন, ১৯৯৫ সালে যাত্রা শুরু করে প্রেসক্লাবটি ২৬ বছর পার করেছে। বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতায় বিশ্বাস করে আশুগঞ্জ প্রেসক্লাবের সংবাদকর্মীরা। মানুষের কল্যানে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়