শিরোনাম
◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ১২:৩৮ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে পিরোজপুর পৌর কাউন্সিলর আবু শিকদার গ্রেপ্তার

বিপ্লব বিশ্বাস: [২]বিএনপি থেকে নব্য আওয়ামীলীগ। অবশেষে পুলিশের হাতে গেপ্তার হলো পিরোজপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউনসিলর আবু শিকদার। জনৈক সুখরঞ্জন শীল নামের এক ব্যক্তির মামলায় গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

[৩] জানা গেছে, আবু সিকদার বর্তমান বিএনপির জেলা কমিটির সদস্য। তিনি বিএনপি রাজনীতির সাথে উতোপ্রতো ভাবে জড়িত থাকলেও পৌর নির্বাচনের আগে তিনি আওয়ামীলীগ ঘারানার হয়ে যান।

[৪] তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ থাকলেও আওয়ামীলীগের ছত্রছায়ায় এসে তিনি তার বাহিনী দিয়ে অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করে যাচ্ছে। বর্তমানে পৌর এলাকার ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকাণ্ডে তিনি জড়িত। মিলেছে। ২০১৫ সালে তার কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করলে পিরোজপুর এর সাংবাদিক টিটুকে শারিরীক নির্যাতন করে তার সন্ত্রাসী বাহিনী। সস্প্রতি সময় পিরোজপুর জেলা শহরের ঘটে যাওয়া বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডে তার সস্পৃক্ততা পায় পুলিশ।

[৫] এ ব্যপারে পিরোজপুর সদর থানার ওসি মাসুদুজ্জামান মিলু জানান, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রজু আছে। সৃখরঞ্জন শীল নামে এক ব্যক্তির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরো বেশ কিছু অভিযোগ আছে। যার তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়