শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ১২:৩৮ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে পিরোজপুর পৌর কাউন্সিলর আবু শিকদার গ্রেপ্তার

বিপ্লব বিশ্বাস: [২]বিএনপি থেকে নব্য আওয়ামীলীগ। অবশেষে পুলিশের হাতে গেপ্তার হলো পিরোজপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউনসিলর আবু শিকদার। জনৈক সুখরঞ্জন শীল নামের এক ব্যক্তির মামলায় গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

[৩] জানা গেছে, আবু সিকদার বর্তমান বিএনপির জেলা কমিটির সদস্য। তিনি বিএনপি রাজনীতির সাথে উতোপ্রতো ভাবে জড়িত থাকলেও পৌর নির্বাচনের আগে তিনি আওয়ামীলীগ ঘারানার হয়ে যান।

[৪] তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ থাকলেও আওয়ামীলীগের ছত্রছায়ায় এসে তিনি তার বাহিনী দিয়ে অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করে যাচ্ছে। বর্তমানে পৌর এলাকার ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকাণ্ডে তিনি জড়িত। মিলেছে। ২০১৫ সালে তার কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করলে পিরোজপুর এর সাংবাদিক টিটুকে শারিরীক নির্যাতন করে তার সন্ত্রাসী বাহিনী। সস্প্রতি সময় পিরোজপুর জেলা শহরের ঘটে যাওয়া বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডে তার সস্পৃক্ততা পায় পুলিশ।

[৫] এ ব্যপারে পিরোজপুর সদর থানার ওসি মাসুদুজ্জামান মিলু জানান, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রজু আছে। সৃখরঞ্জন শীল নামে এক ব্যক্তির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরো বেশ কিছু অভিযোগ আছে। যার তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়