রাকিবুল রিফাত: [২] শনিবার তামিলনাডু রাজ্য সরকার এ ঘোষণা করে। করোনা মহামারি নিয়ন্ত্রণে এবং রাজ্যে সংক্রমণ কমানোর জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় রাজ্য সরকার। পূর্বঘোষিত লকডাউন ২৩ মে শেষ হওয়ার কথা থাকলেও নতুন করে লকডাউন বাড়ানোয় তা আগামী ৩০ মে পর্যন্ত কার্যকর থাকবে। এনডিটিভি
[৩] এর আগে গতকাল শুধু শুক্রবারেই রাজ্যে নতুন করে ৪৬৭ জন মারা গেছে। গতকাল নতুন করে তামিলনাডুতে করোনা শনাক্ত হয় ৩৬ হাজার ১৮৪ জন। রাজ্যটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৬২৯ জন।
[৪] নতুন করে ঘোষিত লকডাউনে পূর্বের মত বিধিনিষেধ আরোপ থাকবে বলে জানায় রাজ্য সরকার। তবে শুধুমাত্র রোববার অতি প্রয়োজনীয় দোকানগুলো খোলা থাকবে যাতে সবাই প্রয়োজনীয় দ্রব্য সংরক্ষণ করতে পারেন।
[৫] সব ধরনের শপিংমল বন্ধ রাখতে এবং বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্প কারখানা সীমিত পরিসরে চলার ব্যাপারে নির্দেশ দিয়েছে রাজ্য। সম্পাদনা: সুমাইয়া ঐশী