শিরোনাম
◈ বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা: ঘোষণা তারেক রহমানের ◈ সে‌মিফাইনা‌লে হে‌রে বিশ্বকাপে তৃতীয় হ‌লো বাংলাদেশ, সোমবার ফাইনালে ভারতের মু‌খোমু‌খি চাইনিজ তাইপে ◈ সে‌মিফাইনা‌লে ইরান‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের ফাইনালে ভারত ◈ ফের রাজশাহীতে রেলপথ অবরোধ, ৬ ট্রেনের সিডিউল বিপর্যয় ◈ কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, যে তথ্য জানালেন নাহিদ ইসলাম ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার ◈ গত ২৪ ঘণ্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প, সতর্ক থাকার পরামর্শ ◈ দণ্ডিত হাসিনা–কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি ঢাকার ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস ◈ ভূমিকম্প আতঙ্ক : বিদ্যালয় বন্ধের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৮:০৪ রাত
আপডেট : ২২ মে, ২০২১, ০৮:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরসরাইয়ে ব্যক্তির শত্রুতায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

দিদারুল আলম : চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করেছে প্রতিপক্ষ। শুক্রবার (২১ মে) দিবাগত রাতে উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকায় এই ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ভূক্তভোগী মোঃ গোলাম সরওয়ার মাছুম বাদি হয়ে একই এলাকার মৃত তাজুল ইসলামের পুত্র মোঃ সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

গোলাম সরওয়ার মাছুম বলেন, আমি গত কয়েক বছর ধরে এলাকার বিভিন্ন পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছি। একটি পুকুর ইজারা নিয়ে আমাদের গ্রামের সাজ্জাদের সাথে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলে আসছে। সে আমাকে দেখে নেয়ার হুমকি দেয়।

শুক্রবার (২১ মে) দিবাগত রাতে সে আমি মাছ চাষ করা একটি পুকুরে বিষ ঢেলে দেয়। এতে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই লাখ টাকার মাছ মরে ভেসে উঠে।

আমি বিষয়টি স্থানীয় মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করি এবং এবিষয়ে আমি থানায় অভিযোগ করেছি। আমি ক্ষতিপূরনের পাশাপাশি তাঁর উপযুক্ত শাস্তি দাবী করছি।

এবিষয়ে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোঃ কোহিনুর ইসলাম বলেন, পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তপুুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়