শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৮:০৪ রাত
আপডেট : ২২ মে, ২০২১, ০৮:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরসরাইয়ে ব্যক্তির শত্রুতায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

দিদারুল আলম : চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করেছে প্রতিপক্ষ। শুক্রবার (২১ মে) দিবাগত রাতে উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকায় এই ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ভূক্তভোগী মোঃ গোলাম সরওয়ার মাছুম বাদি হয়ে একই এলাকার মৃত তাজুল ইসলামের পুত্র মোঃ সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

গোলাম সরওয়ার মাছুম বলেন, আমি গত কয়েক বছর ধরে এলাকার বিভিন্ন পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছি। একটি পুকুর ইজারা নিয়ে আমাদের গ্রামের সাজ্জাদের সাথে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলে আসছে। সে আমাকে দেখে নেয়ার হুমকি দেয়।

শুক্রবার (২১ মে) দিবাগত রাতে সে আমি মাছ চাষ করা একটি পুকুরে বিষ ঢেলে দেয়। এতে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই লাখ টাকার মাছ মরে ভেসে উঠে।

আমি বিষয়টি স্থানীয় মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করি এবং এবিষয়ে আমি থানায় অভিযোগ করেছি। আমি ক্ষতিপূরনের পাশাপাশি তাঁর উপযুক্ত শাস্তি দাবী করছি।

এবিষয়ে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোঃ কোহিনুর ইসলাম বলেন, পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তপুুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়