শিরোনাম
◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৮:০৪ রাত
আপডেট : ২২ মে, ২০২১, ০৮:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরসরাইয়ে ব্যক্তির শত্রুতায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

দিদারুল আলম : চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করেছে প্রতিপক্ষ। শুক্রবার (২১ মে) দিবাগত রাতে উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকায় এই ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ভূক্তভোগী মোঃ গোলাম সরওয়ার মাছুম বাদি হয়ে একই এলাকার মৃত তাজুল ইসলামের পুত্র মোঃ সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

গোলাম সরওয়ার মাছুম বলেন, আমি গত কয়েক বছর ধরে এলাকার বিভিন্ন পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছি। একটি পুকুর ইজারা নিয়ে আমাদের গ্রামের সাজ্জাদের সাথে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলে আসছে। সে আমাকে দেখে নেয়ার হুমকি দেয়।

শুক্রবার (২১ মে) দিবাগত রাতে সে আমি মাছ চাষ করা একটি পুকুরে বিষ ঢেলে দেয়। এতে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই লাখ টাকার মাছ মরে ভেসে উঠে।

আমি বিষয়টি স্থানীয় মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করি এবং এবিষয়ে আমি থানায় অভিযোগ করেছি। আমি ক্ষতিপূরনের পাশাপাশি তাঁর উপযুক্ত শাস্তি দাবী করছি।

এবিষয়ে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোঃ কোহিনুর ইসলাম বলেন, পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তপুুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়