শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০২:২৩ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ০২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ১৫ বস্তা চিনি ও ভেজাল মধুসহ আটক ৭

আসাদুজ্জামান : [২] সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ১৫ বস্তা চিনি ও ভেজাল মধু তৈরির সরঞ্জামাদীসহ সাত মৌয়ালকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। শুক্রবার রাতে সুন্দরবনের বাদুড়ঝুলি এলাকার কুমনিওয়ালা খাল থেকে তাদের আটক করা হয়।

[৩] আটককৃত মৌয়ালরা হলেন, গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মৃত নুরমান মোড়লের ছেলে সত্তার মোড়ল ৪৫, একই গ্রামের মৃত হাজের আলীর ছেলে কুবাত আলী (৫০), মৃত এলাহী বক্স মালীর ছেলে শাহাদাত (৫০), মৃত সফদুল গাজীর ছেলে সাহেব আলী (৫২), মৃত ফুলচাঁদ গাজীর ছেলে ইয়াসিন গাজী (৪৫) ও মজিদ গাজী (৫০) এবং পাতাখালী ইউনিয়নের গড়কোমরপুর গ্রামের মোসলেম সানার ছেলে আবু বক্কর (৫২)।

[৪] বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার সকালে গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের আব্দুল হাকিম শেখের ১৫ জনের একটি মৌয়াল দল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাশ নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন। তারা সুন্দরবনে প্রবেশের পর বনবিভাগের কাছে গোপন খবর আসে কিছু অসাধু মৌয়াল অভিনব কায়দায় চিনি দিয়ে ভেজাল মধু তৈরি করছেন।

[৫] এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সুন্দরবনের বাদুড়ঝুলি এলাকার কুমনিওয়ালা খালে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে উক্ত সাত মৌয়ালকে হাতে নাতে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১৫ বস্তা চিনি, ২টি নৌকা ও ৩৫ টি ড্রামসহ ভেজাল মধূ তৈরীর সরঞ্জামদি জব্দ করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

[৬] এদিকে, স্থানীয়রা অভিযোগ করেছেন এই চক্রটি দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় ভেজাল মধু তৈরি করে সাধারণ ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছিলেন। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়