শিরোনাম
◈ প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা ◈ বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি ◈ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, ভরিতে বাড়ল ৫ হাজার ২৪৯ টাকা ◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০২:২৩ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ০২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ১৫ বস্তা চিনি ও ভেজাল মধুসহ আটক ৭

আসাদুজ্জামান : [২] সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ১৫ বস্তা চিনি ও ভেজাল মধু তৈরির সরঞ্জামাদীসহ সাত মৌয়ালকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। শুক্রবার রাতে সুন্দরবনের বাদুড়ঝুলি এলাকার কুমনিওয়ালা খাল থেকে তাদের আটক করা হয়।

[৩] আটককৃত মৌয়ালরা হলেন, গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মৃত নুরমান মোড়লের ছেলে সত্তার মোড়ল ৪৫, একই গ্রামের মৃত হাজের আলীর ছেলে কুবাত আলী (৫০), মৃত এলাহী বক্স মালীর ছেলে শাহাদাত (৫০), মৃত সফদুল গাজীর ছেলে সাহেব আলী (৫২), মৃত ফুলচাঁদ গাজীর ছেলে ইয়াসিন গাজী (৪৫) ও মজিদ গাজী (৫০) এবং পাতাখালী ইউনিয়নের গড়কোমরপুর গ্রামের মোসলেম সানার ছেলে আবু বক্কর (৫২)।

[৪] বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার সকালে গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের আব্দুল হাকিম শেখের ১৫ জনের একটি মৌয়াল দল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাশ নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন। তারা সুন্দরবনে প্রবেশের পর বনবিভাগের কাছে গোপন খবর আসে কিছু অসাধু মৌয়াল অভিনব কায়দায় চিনি দিয়ে ভেজাল মধু তৈরি করছেন।

[৫] এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সুন্দরবনের বাদুড়ঝুলি এলাকার কুমনিওয়ালা খালে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে উক্ত সাত মৌয়ালকে হাতে নাতে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১৫ বস্তা চিনি, ২টি নৌকা ও ৩৫ টি ড্রামসহ ভেজাল মধূ তৈরীর সরঞ্জামদি জব্দ করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

[৬] এদিকে, স্থানীয়রা অভিযোগ করেছেন এই চক্রটি দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় ভেজাল মধু তৈরি করে সাধারণ ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছিলেন। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়