স্পোর্টস ডেস্ক : [২] আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির সহযোগী দেশগুলোর কোন রেকর্ড কিংবা অর্জন খুব কমই আকৃষ্ট করতে পারে ক্রিকেট ভক্তদের। এমনিভাবে সহযোগী দেশের ক্রিকেটারদের অর্জনকেও তেমন খুব একটা মূল্যয়ন করা হয়না। যেমনটা সম্প্রতি নেদারল্যান্ডসের ব্যাটসম্যান ম্যাক্সওয়েল ও’দাউদের করা একটা রেকর্ড এড়িয়ে গেছেন সবাই। যদি এই রেকর্ডই কোন স্বীকৃত দেশের ক্রিকেটার করতেন তবে হয়ত আলোচনার শেষ থাকতোনা।
[৩] আইসিসির সহযোগী দেশ হওয়ায় টি-টোয়েন্টি খেলার পর্যাপ্ত সুযোগ থাকলেও খুব একটা ওয়ানডে খেলা হয়না নেদারল্যান্ডসের। যেকারণে অভিষেকের পর তিন ওয়ানডে খেলতে দুই বছর লেগে গেছে ডাচ ব্যাটসম্যান ম্যাক্সওয়েলের।
[৪] ২০১৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়ে এই ওপেনারের। অভিষেকের সেই ম্যাচে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। যে ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছিল নেদারল্যান্ডস। সেই সিরিজে নিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৫৯ রানের ইনিংস উপহার দেন তিনি। সেই ম্যাচটিও জিতেছিল ডাচরা।
[৫] তৃতীয় ম্যাচটি খেলতে দুই বছর অপেক্ষা করতে হয়েছে ম্যাক্সওয়েলকে। গেল ২০ মে স্কটল্যান্ডের বিপক্ষে নিজের তৃতীয় ওয়ানডে খেলতে নামেন ম্যাক্সওয়েল। যেখানে ৮২ রানের অসাধারণ এক ইনিংস উপহার দেন। আর এতেই ইতিহাসে নাম লেখান এই ওপেনার।
[৬] ক্রিকেট ইতিহাসের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম তিন ইনিংসেই ফিফটি করার রেকর্ড গড়েন ম্যাক্সওয়েল। তবে ডাচ ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয়তে তিনি। কেননা এই তিনজনের মধ্যে আগেই নাম লিখিয়েছেন আরেক ডাচ ব্যাটসম্যান। ২০১০ সালে নেদারল্যান্ডসের টম কুপার এই রেকর্ড গড়েছিলেন। তারও আগে ১৯৮৭ সালে ভারতের নভজত সিধু গড়েছিলেন এই রেকর্ড।
[৭] তবে আরেকটি রেকর্ডে ম্যাক্সওয়েলই একমাত্র ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচ ফিফটি এবং প্রথম তিন ম্যাচেই নিজের দল জিতেছে এমন রেকর্ড কেবল ম্যাক্সওয়েলেরই। কেননা নিজের তৃতীয় ওয়ানডেতে ফিফটির দিনেও স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল নেদারল্যান্ডস। - ক্রিকবাজ